প্রথম পাতা খেলা বেঙ্গালুরুতে ব্যা‌ট করতে নেমে একাধিক রেকর্ড গড়লেন রোহিত শর্মা

বেঙ্গালুরুতে ব্যা‌ট করতে নেমে একাধিক রেকর্ড গড়লেন রোহিত শর্মা

417 views
A+A-
Reset

এ বারের বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ম্যাচে নিজের কেরিয়ারের একাধিক রেকর্ড গড়ে ফেললেন রোহিত শর্মা। নেদারল্যান্ডসের বিপক্ষে অর্ধশতক পূরণ করেছেন ভারত অধিনায়ক। ষষ্ঠ ভারতীয় ব্যাটসম্যান হিসেবে ১০০টি হাফ সেঞ্চুরি করলেন রোহিত শর্মা। নেদারল্যান্ডসের বিপক্ষে দলকে দুর্দান্ত সূচনা দিয়ে হিটম্যান ৫৪ বলে ৮টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৬১ রানের ইনিংস খেলেন।

রোহিত এদিন প্রথম ছক্কা হাঁকিয়েই ইতিহাস লিখে ফেলেন। এক বছরে, একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ছয় মারার রেকর্ড এতদিন ছিল প্রোটিয়া কিংবদন্তি এবি ডিভিলিয়ার্সের। এবিডি-র আট বছরের রেকর্ড ভেঙে দিলেন আগুনে ফর্মে থাকা রোহিত। চলতি বছর ২৪টি একদিনের আন্তর্জাতিক ইনিংসে রোহিতের ব্য়াট থেকে এসেছে ৬০টি ওভার বাউন্ডারি। ২০১৫ সালে ডিভিলিয়ার্স ১৮ ইনিংসে মেরেছিলেন ৫৮টি ছয়।

বিশ্বকাপের এক আসরে সবচেয়ে বেশি ছয় মারার রেকর্ডও এদিন রোহিত কেড়ে নিলেন। ২০১৯ বিশ্বকাপে ইংল্যান্ড ক্য়াপ্টেন অইন মর্গ্য়ান মেরেছিলেন ২২টি ছয়। তাঁকেই টপকে গেলেন রোহিত।

এ ছাড়াও পরপর দুটো ওডিআই বিশ্বকাপে ৫০০+ রান করার পাশাপাশি, প্রথম ভারতীয় অধিনায়ক হিসাবে বিশ্বকাপের মঞ্চে ৫০০ রানের গণ্ডি টপকালেন তিনি। ভেঙে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়েক ২৩ বছর পুরনো রেকর্ড। এদিন নেদারল্যান্ডসের বিরুদ্ধেই চলতি বিশ্বকাপের মঞ্চে ৫০০ রানের গণ্ডি টপকেছেন এই তারকা ক্রিকেটার। সেইসঙ্গেই অধিনায়ক হিসাবে ভেঙেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের রেকর্ডও। এর আগে ২০০৩ সালে ভারতীয় অধিনায়ক হিসাবে সর্বোচ্চ রান করার রেকর্ড ছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের। তিনি করেছিলেন ৪৪৩ রান।

প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে টপকে ভারতের হয়ে ওয়ানডেতে এখন পঞ্চম সর্বোচ্চ রানসংগ্রাহক তিনি। ২৫২ ইনিংস খেলে ১০ হাজার ৬১৫ রান করেছেন তিনি। অন্যদিকে ভারতের হয়ে ২৯৪ ইনিংসে ১০ হাজার ৫৯৯ রান করেন ধোনি।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.