প্রথম পাতা খেলা ১৭ বছর পর, চেন্নাইকে ঘরের মাঠে হারাল বেঙ্গালুরু

১৭ বছর পর, চেন্নাইকে ঘরের মাঠে হারাল বেঙ্গালুরু

288 views
A+A-
Reset

১৭ বছর পর অবশেষে চেন্নাই সুপার কিংসকে তাদের ঘরের মাঠে হারাল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ২০০৮ সালের পর চেন্নাইয়ে প্রথমবার জয় পেল বেঙ্গালুরু।

প্রথমে ব্যাট করে বেঙ্গালুরু তোলে ১৯৬ রান। ওপেনার ফিল সল্ট দ্রুত ৩২ রান করলেও ধোনির বিদ্যুৎগতির স্টাম্পিংয়ে আউট হন। অধিনায়ক রজত পাটীদার ৫১ রান করেন, যদিও চেন্নাইয়ের ফিল্ডাররা একাধিক ক্যাচ ফেলেছিলেন। শেষ দিকে টিম ডেভিড পরপর তিনটি ছক্কা মেরে দলের স্কোর বাড়ান। চেন্নাইয়ের হয়ে নুর আহমেদ ৩ উইকেট নেন।

১৯৭ রানের লক্ষ্যে নেমে চেন্নাই শুরুতেই চাপে পড়ে। হেজলউড ও ভুবনেশ্বরের বোলিংয়ে ৫২ রানে ৪ উইকেট হারায় তারা। একমাত্র রাচিন রবীন্দ্র (৪১) কিছুটা লড়াই করেন, তবে যথেষ্ট হয়নি। ৮০ রানে ৬ উইকেট হারানোর পর চেন্নাই কার্যত হার মেনে নেয়।

শেষ দিকে ধোনি নামলেও খেলার ফল বদলায়নি। তিনি ১৬ বলে ৩০ রান করে অপরাজিত থাকেন। ১৪৬ রানে থেমে যায় চেন্নাইয়ের ইনিংস, বেঙ্গালুরু জেতে ৫০ রানে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.