আইসিসি-র সদ্য প্রকাশিত টেস্ট র্যাঙ্কিং তালিকায় বড়সড় উত্থান হল ভারতের দুই ক্রিকেটার শুভমন গিল ও আকাশদীপের। ইংল্যান্ডের বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবে ব্যাটারদের তালিকায় ২৩ নম্বর থেকে এক লাফে ষষ্ঠ স্থানে উঠে এলেন শুভমন গিল।
বর্তমানে শুভমনের রেটিং পয়েন্ট ৮০৭। পঞ্চম স্থানে থাকা স্টিভ স্মিথের থেকে তিনি মাত্র ৬ পয়েন্ট পিছিয়ে। সিরিজে এখনও তিনটি টেস্ট বাকি। সেই সুযোগে প্রথম পাঁচে ঢোকা প্রায় নিশ্চিত গিলের জন্য।
অন্যদিকে, এজবাস্টন টেস্টে ১০ উইকেট নেওয়ার পুরস্কার পেলেন বাংলার পেসার আকাশদীপ। টেস্ট বোলারদের তালিকায় ৩৯ ধাপ এগিয়ে এখন তিনি ৪৫ নম্বরে।
ব্যাটারদের শীর্ষ দশে আরও আছেন দুই ভারতীয়— যশস্বী জয়সোয়াল (৮৫৮) চতুর্থ স্থানে এবং ঋষভ পন্থ (৭৯০) অষ্টম স্থানে।
বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে জশপ্রীত বুমরা। ৬ ধাপ উঠে ২২ নম্বরে মহম্মদ সিরাজ। অলরাউন্ডার তালিকায় প্রথম স্থান ধরে রেখেছেন রবীন্দ্র জাডেজা।