রোহিত শর্মার টেস্ট থেকে অবসর এবং বিরাট কোহলির অনুপস্থিতির পর ভারতের নতুন টেস্ট অধিনায়ক হলেন শুভমন গিল। শনিবার ইংল্যান্ড সফরের জন্য ১৮ সদস্যের দল ঘোষণা করল বিসিসিআই। এই সিরিজ দিয়েই শুরু হচ্ছে নতুন ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্র।
দলে জায়গা পেয়েছেন একাধিক তরুণ। ওপেনার হিসাবে রয়েছেন যশস্বী জয়সওয়াল ও লোকেশ রাহুল। মিডল অর্ডারে থাকবেন করুণ নায়ার, ওয়াশিংটন সুন্দর, রবীন্দ্র জাডেজা ও নীতীশ রেড্ডি। উইকেটরক্ষক হিসেবে ঋষভ পন্থ সহ-অধিনায়ক, সঙ্গে রয়েছেন ধ্রুব জুরেল।
পেস আক্রমণে থাকছেন বুমরাহ, সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ, আকাশ দীপ ও অর্শদীপ সিংহ। স্পিন বিভাগ সামলাবেন কুলদীপ যাদব। নির্বাচক অজিত আগরকার জানিয়ে দিয়েছেন, বুমরাহ পুরো সিরিজ খেলবেন না। তাই নেতৃত্বের ভার দেওয়া হয়েছে তরুণ শুভমনকেই।
প্রথম টেস্ট শুরু ২০ জুন, লিডসে। এরপর ম্যাচগুলি হবে ম্যাঞ্চেস্টার, লর্ডস, আবার ম্যাঞ্চেস্টার এবং শেষে ওভালে।
ভারতীয় দল: শুভমন গিল (অধিনায়ক), ঋষভ পন্থ (সহ-অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, লোকেশ রাহুল, সাই সুদর্শন, অভিমন্যু ঈশ্বরণ, করুণ নায়ার, নীতীশ রেড্ডি, রবীন্দ্র জাডেজা, ধ্রুব জুরেল, ওয়াশিংটন সুন্দর, শার্দূল ঠাকুর, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ, আকাশ দীপ, অর্শদীপ সিংহ, কুলদীপ যাদব।