সিঙ্গাপুর ওপেন চ্যাম্পিয়ন পিভি সিন্ধু। ভারতের তারকা এই শাটলারের চলতি বছরে এই নিয়ে তৃতীয় খেতাব এটি। কেরিয়ারের প্রথম সিঙ্গাপুর ওপেন খেতাব জিতলেন তিনি। একের পর এক আক্রমণাত্মক সার্ভিস ও কাউন্টার শটে প্রতিপক্ষকে নাস্তানাবুদ করে দিয়েছিলেন তিনই। শেষ পর্যন্ত প্রথম গেম জিতে নেন সিন্ধু।
ফাইনালে চিনা শাটলারকে ২১-৯, ১১-২১ এবং ২১-১৫ গেমে হারিয়ে কেরিয়ারের প্রথম সিঙ্গাপুর ওপেন জিতলেন সিন্ধু। দ্বিতীয় গেমে দারুণ কামব্যাক করেন চীনা শাটলার ওয়াং ঝি হাই। লাগাতার কয়েকটি জোরালো শটের উপর ভর করে ১১-২১ ব্যবধানে ম্যাচ জিতে যান ওয়াং ঝি হাই। তৃতীয় গেমে একটা সময় সেয়ানে সেয়ানে টক্কর চলছিল। নির্ণায়ক গেমে দুজনের মধ্যে জোর লড়াই চলছিল। তবে শেষ পর্যন্ত ২১-১৫ ব্যবধানে জিতে প্রতিযোগিতা নিজের নামে লিখে নিলেন সিন্ধু।
আরও পড়ুন :
বোমা বাঁধতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, মৃত ২
বাদল অধিবেশনের আগে সর্বদলীয় বৈঠকে এলেনই না প্রধানমন্ত্রী
রাষ্ট্রপতি নির্বাচনে কার দিকে আম আদমি পার্টির সমর্থন
সিঙ্গাপুর ওপেনের ফাইনালে পৌঁছে গেলেন পিভি সিন্ধু
স্বেচ্ছায় সহবাস, সম্পর্ক ভেঙে গেলে ধর্ষণের অভিযোগ নয়, রায় দিল সুপ্রিম কোর্ট