প্রথম পাতা খেলা বিয়ের আসরে অঘটন! হৃদ্‌রোগে আক্রান্ত স্মৃতি মন্ধানার বাবা, পিছিয়ে গেল বিয়ের অনুষ্ঠান

বিয়ের আসরে অঘটন! হৃদ্‌রোগে আক্রান্ত স্মৃতি মন্ধানার বাবা, পিছিয়ে গেল বিয়ের অনুষ্ঠান

7 views
A+A-
Reset

মহারাষ্ট্রের সাঙ্গলীতে ভারতীয় ক্রিকেটার স্মৃতি মন্ধানা ও সুরকার পলাশ মুচ্ছলের বিয়ের আসরে ঘটল বড় অঘটন। ঘনিষ্ঠ পরিজনদের উপস্থিতিতে রবিবার বিকেলে চার হাত এক হওয়ার কথা ছিল। তার আগেই আচমকা বিয়ের আসরে এসে দাঁড়ায় একটি অ্যাম্বুল্যান্স।

প্রথমে ধারণা করা হয়, অতিথিদের মধ্যে কেউ অসুস্থ হয়েছেন। পরে জানা যায়, হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছেন স্মৃতি মন্ধানার বাবা। তাঁকে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়।

স্মৃতির আপ্তসহায়ক তুহিন মিশ্র জানিয়েছেন,
“সকাল থেকেই শরীর ভাল ছিল না স্মৃতির বাবার। হাসপাতালে পরীক্ষানিরীক্ষা চলছে। আপাতত চিকিৎসকের পর্যবেক্ষণে রয়েছেন।”

এই পরিস্থিতিতে বিয়ে করার মানসিক অবস্থায় নেই স্মৃতি। তাই অনুষ্ঠান পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তুহিন মিশ্র বলেন,
“মন্ধানা খুব দৃঢ় ভাবে সিদ্ধান্ত নিয়েছে—এই অবস্থায় বিয়ে করবে না। তাই অনুষ্ঠান আপাতত স্থগিত।”

গত কয়েক দিন ধরেই স্মৃতি ও পলাশের পরিবারে গায়েহলুদ, মেহেন্দি ও সঙ্গীতের মতো প্রাক্‌বিবাহ অনুষ্ঠান চলছিল। রবিবার বিকেলেই ছিল মূল বিয়ের লগ্ন। কিন্তু বাবার অসুস্থতার কারণে সেই শুভক্ষণ আপাতত অনিশ্চিত।

স্মৃতির বাবার শারীরিক অবস্থা স্থিতিশীল হলে নতুন তারিখ ঘোষণা করা হবে বলে পরিবার সূত্রে জানা গেছে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.