বর্তমানে রূপান্তরের পথে রয়েছে ভারতীয় ক্রিকেট দল। রোহিত শর্মা ও বিরাট কোহলির মতো দুই বর্ষীয়ান তারকা ইতিমধ্যেই তিনটি ফরম্যাটের মধ্যে দুটি থেকে অবসর নিয়েছেন। তাই তাঁদের বিকল্প খুঁজতে নতুন মুখ নিয়ে ভাবনাচিন্তা শুরু করেছে টিম ম্যানেজমেন্ট। তবে দু’জনেই এখনও একদিনের ক্রিকেট খেলছেন। এই প্রসঙ্গে মুখ খুললেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়।
এক সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে সৌরভ বলেন, ‘‘এটা সহজ হবে না। বছরে বড়জোড় ১৫টা ম্যাচ। আমার পরামর্শ দেওয়ার কিছু নেই। ওরা (রোহিত ও বিরাট) আমায় যতটা বোঝে, খেলাটাকেও ততটাই বোঝে। নিজেরাই ঠিক সিদ্ধান্ত নেবে। তবে এটাও মানতে হবে যে খেলা কারও জন্য থেমে থাকে না। একদিন খেলা ওদের ছেড়ে এগিয়ে যাবে, ওরাও খেলা ছেড়ে এগিয়ে যাবে।’’
উল্লেখ্য, বর্তমানে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির প্রথম টেস্ট খেলছে ভারত। যেখানে প্রথম ইনিংসে যশস্বী জয়সওয়াল, শুভমন গিল ও ঋষভ পন্থের শতরানে ভারতের সংগ্রহ ৪৭১।
এই প্রসঙ্গেই বিরাট কোহলির নাম টেনে সৌরভ বলেন, ‘‘অবসর নেওয়া উচিত যখন লোকে প্রশ্ন করে ‘কেন?’ আর না নিলে ‘কেন নয়?’ একজন খেলোয়াড় হিসেবে নিজেকে সবসময় বোঝা যায়। বিরাট জানত যে শেষ পাঁচ বছরে ওর টেস্ট পারফরম্যান্স সেরা ছিল না। কিন্তু চ্যাম্পিয়নরা জানে কীভাবে ঘুরে দাঁড়াতে হয়। যদি ও এই ইংল্যান্ড সফরে থাকত, আমি নিশ্চিত ও প্রচুর রান করত। কিন্তু ও নিজেই মনে করেছে সরে যাওয়ার সময় এসেছে।’’