প্রথম পাতা খেলা আইসিসি-র বর্ষসেরা টি২০ ক্রিকেটার মনোনীত হলেন সূর্যকুমার যাদব

আইসিসি-র বর্ষসেরা টি২০ ক্রিকেটার মনোনীত হলেন সূর্যকুমার যাদব

256 views
A+A-
Reset

একমাত্র ভারতীয় হিসাবে আইসিসি-র বর্ষসেরা পুরুষ টি২০ ক্রিকেটার পুরস্কারের জন্য মনোনীত হলেন সূর্যকুমার যাদব। মনোনয়নের তালিকায় থাকা অন্যরা হলেন সিকন্দর রাজা, স্যাম কুরান এবং মহম্মদ রিজওয়ান।

২০২২-এ ভারতীয় ব্য়াটারদের মধ্যে এগিয়ে রয়েছেন সূর্যকুমার। ১১৬৪ রান করেছেন তিনি। তাঁর পরেই রয়েছে বিরাট কোহলি। কিন্তু আফগানিস্তানের বিপক্ষে একটি সেঞ্চুরি নিয়ে তাঁর সংগ্রহ ৭৮১ রান।

টি-টোয়েন্টিতে ক্যালেন্ডার বছরে সূর্য ৬৮টি ছক্কা হাঁকিয়েছেন। যা এক বছরে এই ফরম্যাটে রেকর্ড সর্বোচ্চ। শেষ হতে যাওয়া বছরে টি২০-তে দু’টি শতরান এবং ন’টি হাফ সেঞ্চুরি করেছেন তিনি।

উল্লেখযোগ্য ভাবে, আইসিসি-র বর্ষসেরা পুরুষ টি২০ ক্রিকেটার পুরস্কারের জন্য মনোনয়ন তালিকায় সূর্যকুমার ছাড়া দ্বিতীয় কোনো ক্রিকেটাই ঠাঁই পাননি। ২০২২-এ ভারতীয় টিমের দুর্দান্ত রেকর্ড থাকলেও আন্তর্জাতিক স্তরে অন্য কোনো ভারতীয় ক্রিকেটারের স্মরণীয় পারফরমেন্স বলতে তেমন কিছুই নেই।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.