একমাত্র ভারতীয় হিসাবে আইসিসি-র বর্ষসেরা পুরুষ টি২০ ক্রিকেটার পুরস্কারের জন্য মনোনীত হলেন সূর্যকুমার যাদব। মনোনয়নের তালিকায় থাকা অন্যরা হলেন সিকন্দর রাজা, স্যাম কুরান এবং মহম্মদ রিজওয়ান।
২০২২-এ ভারতীয় ব্য়াটারদের মধ্যে এগিয়ে রয়েছেন সূর্যকুমার। ১১৬৪ রান করেছেন তিনি। তাঁর পরেই রয়েছে বিরাট কোহলি। কিন্তু আফগানিস্তানের বিপক্ষে একটি সেঞ্চুরি নিয়ে তাঁর সংগ্রহ ৭৮১ রান।
টি-টোয়েন্টিতে ক্যালেন্ডার বছরে সূর্য ৬৮টি ছক্কা হাঁকিয়েছেন। যা এক বছরে এই ফরম্যাটে রেকর্ড সর্বোচ্চ। শেষ হতে যাওয়া বছরে টি২০-তে দু’টি শতরান এবং ন’টি হাফ সেঞ্চুরি করেছেন তিনি।
উল্লেখযোগ্য ভাবে, আইসিসি-র বর্ষসেরা পুরুষ টি২০ ক্রিকেটার পুরস্কারের জন্য মনোনয়ন তালিকায় সূর্যকুমার ছাড়া দ্বিতীয় কোনো ক্রিকেটাই ঠাঁই পাননি। ২০২২-এ ভারতীয় টিমের দুর্দান্ত রেকর্ড থাকলেও আন্তর্জাতিক স্তরে অন্য কোনো ভারতীয় ক্রিকেটারের স্মরণীয় পারফরমেন্স বলতে তেমন কিছুই নেই।