প্রথম পাতা খেলা বক্সিং ফেডারেশন অব ইন্ডিয়া যৌথ সম্পাদক পদে বিপুল ভোটে জয়ী স্বপন (বাবুন) বন্দ্যোপাধ্যায়

বক্সিং ফেডারেশন অব ইন্ডিয়া যৌথ সম্পাদক পদে বিপুল ভোটে জয়ী স্বপন (বাবুন) বন্দ্যোপাধ্যায়

162 views
A+A-
Reset

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে সম্পন্ন হল বক্সিং ফেডারেশন অব ইন্ডিয়া (BFI)-এর নির্বাচন। বৃহস্পতিবার দিল্লি-এনসিআর-এ আয়োজিত এই ভোটাভুটিতে বাংলার স্বপন (বাবুন) বন্দ্যোপাধ্যায় জয়ী হয়েছেন সর্বাধিক ভোট পেয়ে। তিনি যৌথ সম্পাদক (Joint Secretary) পদে নির্বাচিত হয়েছেন। সভাপতি পদে পুনর্নিবোচিত হন অজয় কুমার সিং।

সূত্রের খবর, মোট ৬৬ জন ভোটার ছিলেন এই নির্বাচনে। এর মধ্যে ৩৯ ভোট পেয়ে যৌথ সম্পাদক পদে জয়লাভ করেন স্বপন বন্দ্যোপাধ্যায়। ভোটের হিসাবে এটি সর্বোচ্চ ব্যবধানের জয়।

৩১ জুলাই জারি হওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী ২১ অগস্ট ফেডারেশনের বার্ষিক সাধারণ সভা (AGM) অনুষ্ঠিত হয়। এদিনই ২০২৫-২০২৯ মেয়াদের জন্য বিভিন্ন পদে নির্বাচন হয়।

একনজরে নতুন কমিটি

এই নির্বাচনে গঠিত হয়েছে নতুন নেতৃত্ব।

  • অজয় কুমার সিং — সভাপতি
  • প্রমোদ কুমার সিং — সাধারণ সম্পাদক
  • পান ভাস্কর — কোষাধ্যক্ষ
  • স্বপন বন্দ্যোপাধ্যায় — যৌথ সম্পাদক
  • রাজেশ শর্মা — যৌথ সম্পাদক

স্বপন বন্দ্যোপাধ্যায়ের এই জয়ে বাংলার বক্সিং আরও উন্নত হবে বলে মনে করছে ক্রীড়া মহল।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.