টি-২০ বিশ্বকাপে বিপক্ষ পাকিস্তানকে ধরাশায়ী করেছিল ভারত। দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসকেও দুরমুশ করলেন রোহিত শর্মারা। বৃহস্পতিবার সিডনিতে ফর্মে ফিরলেন রোহিত, অর্ধশতরান বিরাট, সূর্যর! ৫৬ রানে হারল নেদারল্যান্ডস।
নেদারল্যান্ডসের বিরুদ্ধে নিজেদের দ্বিতীয় ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। ব্যাটার রোহিতের দিকে এই ম্যাচে বিশেষ নজর ছিল। তিনি হতাশ করেননি। অর্ধশতরানের সুন্দর একটি ইনিংস খেললেন ভারতীয় অধিনায়ক। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে স্মরণীয় অর্ধশতরানের পর নেদারল্যান্ডসের বিরুদ্ধেও অর্ধশতরান করলেন বিরাট কোহলি। ডাচ বোলাররা শুরুর দিকে ভাল বোলিং করে ভারতীয় ব্য়াটারদের বেঁধে রাখতে সক্ষম হলেও শেষমেশ নির্ধারিত ২০ ওভারে দুই উইকেটের বিনিময়ে ১৭৯ রান তুলে নেয় ভারত।
এর পর ব্যাট করতে নেমে নেদারল্যান্ডস ২০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ১২৩ রানে আটকে যায়। ৫৬ রানের বিরাট ব্যবধানে ম্যাচ জেতে টিম ইন্ডিয়া। বড়ো রানের ব্যবধানে জয় পাওয়ায় লিগ টেবিলের শীর্ষস্থানও দখলে চলে এল ভারতের।
জোড়া মেডেন দিয়ে শুরু করেন ভুবনেশ্বর কুমার। দ্বিতীয় ওভারে তো উইকেটও নেন। গড়ে দেন জয়ের ভিত্তিপ্রস্তর। যা পরে কাজে লাগান অক্ষর পটেল, রবিচন্দ্রন অশ্বিনরা। ম্যাচের সবমিলিয়ে তিন ওভারে দুটি মেডেন-সহ দুই উইকেট নেন ভুবি। খরচ করেন নয় রান। সিডনিতে পুরনো ছন্দে ফিরেছেন অক্ষর। চার ওভারে ১৮ রান দিয়ে দুই উইকেট নেন। অর্শদীপ ৪ ওভারে ৩৭ রানের বিনিময়ে ২টি উইকেট নেন। শামি ৪ ওভারে ২৭ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন। অশ্বিন ৪ ওভারে ২১ রানের বিনিময়ে তুলে নিয়েছেন দু’টি উইকেট।
আরও পড়ুন: সিডনিতেও কোহলি ম্যাজিক, বেসামাল নেদারল্যান্ডস