প্রথম পাতা খেলা পদক ছাড়াই ফিরতে হচ্ছে ভারতীয় মহিলা হকি দলকে

পদক ছাড়াই ফিরতে হচ্ছে ভারতীয় মহিলা হকি দলকে

272 views
A+A-
Reset

ডেস্ক: টোকিওয়ে ইতিহাস গড়া হল না ভারতের মহিলা হকি দলের !  পদক ছাড়াই ফিরতে হচ্ছে ভারতীয় মহিলা হকি দলকে। ব্রোঞ্জ পদক জয়ের ম্যাচে গ্রেট ব্রিটেনের কাছে হারলেন বন্দনা কাটারিয়ারা। রুদ্ধশ্বাস ম্যাচে এদিন ব্রিটেন জয় পেল ৪-৩ গোলে ৷ জিততে না পারলেও ভারতীয় মহিলা দলের প্রাণপণ লড়াই বহুদিন মনে থাকবে। তাঁদের উৎসাহিত করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 


প্রথমে ২-০ গোলে এগিয়ে গিয়েছিল ব্রিটেন। কিন্তু গুরজিতের জোড়া গোলে ম্যাচে ফেরে ভারত। দুটো গোলই আসে পেনাল্টি কর্নার থেকে। কোয়ার্টার শেষ হওয়ার আগের মুহূর্তে গোল করেন বন্দনা। ম্যাচে আগাগোড়াই হাড্ডাহাড্ডির লড়াই হয়েছে এদিন ৷ কিন্তু শেষ হাসি হাসেন ব্রিটেনের খেলোয়াড়রাই ৷ কখনও লড়াই ছাড়েনি ভারত।

আরও পড়ুন: অলিম্পিক্সে ভারতের হয়ে দ্বিতীয় রুপো আনলেন রবি দাহিয়া

দ্বিতীয় কোয়ার্টারের শুরুতে দুই গোল হজম করলেও তিন গোল করে ফিরে আসে দল। ভারত ৩-২ গোলের লিড অবশ্য খুব বেশি সময় ধরে রাখতে পারেনি ৷ কিছুক্ষণের মধ্যেই সমতায় ফেরে ব্রিটেন ৷ তারপর আরও একটি গোল করে ৪-৩-এ এগিয়ে যায় তারা ৷ এরপর আর সমতায় ফিরতে পারেনি ভারত ৷ ম্যাচের একেবারে শেষ মিনিট পর্যন্ত লড়াই চালান রানিরা ৷ব্রোঞ্জের ম্যাচে হেরে গেলেও সমর্থকদের হৃদয়ে জায়গা করে নিলেন রানিরা।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.