প্রথম পাতা খেলা কলকাতায় শুরু হল টাটা স্টিল আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতার ষষ্ঠতম সংস্করণের খেলা

কলকাতায় শুরু হল টাটা স্টিল আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতার ষষ্ঠতম সংস্করণের খেলা

271 views
A+A-
Reset

কলকাতায় শুরু হল টাটা স্টিল আন্তর্জাতিক দাবার প্রতিযোগিতার ষষ্ঠতম সংস্করণের খেলা। আগামী ১৭ নভেম্বর পর্যন্ত কলকাতার ধনধান্য প্রেক্ষাগৃহে চলবে এই প্রতিযোগিতা।

অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন টাটা স্টিলের ভাইস প্রেসিডেন্ট শ্রী চাণক্য চৌধুরী, অল ইন্ডিয়া চেস ফেডারেশনের সভাপতি নীতিন নারাং সহ বিশিষ্ট ব্যক্তিত্বরা। আজ প্রথমদিনের শুরুতে বিশ্বের এক নম্বর দাবাড়ু ম্যাগনাস্ কার্লসেনের মুখোমুখি হয়েছিলেন ভারতের রমেশ বাবু প্রজ্ঞানন্দ। শুরু থেকেই আনন্দ ছিলেন আত্মবিশ্বাসী। তাঁর খেলাতেও সেই ছাপ ফুটে উঠছিল।

তবে এদিনের খেলায় নজর কেড়েছেন উজবেকিস্তানের তরুণ গ্র্যান্ডমাস্টার আবদুসত্তরভ নদীরবেক । তিনি প্রথম রাউন্ডে ড্যানিয়েল দুবোভের কাছে ড্র করলেও, দ্বিতীয় রাউন্ডে জার্মানির ভিনসেন্ট কেইম এবং তৃতীয় রাউন্ডে ভারতের রমেশবাবু প্রজ্ঞানন্দকে হারিয়ে এদিনের সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর ২.৫ করেন। বিশ্বের এক নম্বর তারকা খেলোয়াড় ম্যাগনাস্ কার্লসনের ব্যক্তিগত হলো দুই। মহিলাদের মধ্যে ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর করেন আলেকজান্দ্রা গোরিয়াছকিনা।

ভারতের মহিলা খেলোয়াড়দের মধ্যে ভান্তিকা আগরওয়াল , কোনেরু হাম্পী, হরিকা ড্রোনাভাল্লি , দিব্যা দেশমুখ এবং আর বৈশালীর এদিনের ব্যক্তিগত স্কোর হলো যথাক্রমে ২, ১.৫, ১.৫ , ১.৫ এবং ১. তিলোত্তমা কলকাতায় সাদাকালো ঘরের এই এই প্রতিযোগিতা দেখার জন্য দর্শকদের উপস্থিত ছিল চোখে পড়ার মতো।

চিত্রগ্রহণ ও প্রতিবেদন : সঞ্জয় হাজরা

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.