Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
Tokyo Olympics 2020 : ভারতের হয়ে দ্বিতীয় মেডেল সুনিশ্চিত করলেন লভলিনা - NewsOnly24

Tokyo Olympics 2020 : ভারতের হয়ে দ্বিতীয় মেডেল সুনিশ্চিত করলেন লভলিনা

ডেস্ক: মীরাবাঈ চানুর পর এবার দ্বিতীয় পদক নিশ্চিত করলেন লাভলিনা বোরগোহিন। মহিলাদের ওয়েল্টার বক্সিংয়র কোয়ার্টার ফাইনালে জিতে ভারতের দ্বিতীয় পদক নিশ্চিত করলেন লাভলিনা। কোয়ার্টার ফাইনাল বাউটে তিনি পরাজিত করেন চাইনিজ তাইপের প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন বক্সার নিয়েন-চিন চেনকে।

এদিন কোয়ার্টার ফাইনালে জিতে ৬৯ কেজি বক্সিংয়ে সেমিফাইনালে পৌঁছলেন তিনি৷ আর এরই সঙ্গে অন্তত ব্রোঞ্জ পদক পাওয়া নিশ্চিত হয়ে গেল তাঁর৷

এদিন শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন লাভলিনা। অসমের এই বক্সারকে ঘিরে আগ্রহ ছিল এদিন শুরু থেকই। গতকাল মেরির বিদায়ের পর লাভলীনা ছিল ভারতীয় বক্সিং মহলের সবচেয়ে বড় বাজি। চাইনিজ তাইপের প্রতিপক্ষের বিরুদ্ধে প্রথমে ১ পয়েন্টে এগিয়ে ছিলেন লাভলিনা।  দ্বিতীয় ও তৃতীয় রাউন্ডেও একইরকম আক্রমণাত্মক মেজাজেই ছিলেন অসমের বক্সার। অবশেষে ৪-১ ফলে ম্যাচ জিতে সেমিফাইনালে লাভলিনা। জয়ের পর ট্যুইট করে লাভলিনাকে শুভেচ্ছা বিজেন্দর সিংয়ের।

আরও পড়ুন: Tokyo Olympics 2020 : হকি, বক্সিং, তিরন্দাজি, ব্যাডমিন্টন, একধিক ইভেন্টের কোয়ার্টার ফাইনালে উঠল ভারত


সেমিফাইনাল বাউটে লভলিনা রিংয়ে নামবেন তুরস্কের সুসেনাজ সুরমেনেলির বিরুদ্ধে। সেমিফাইনালে উঠে অন্ততপক্ষে ব্রোঞ্জ পদক নিশ্চিত করে ফেলেছেন লভলিনা। ফাইনালে উঠতে পারলে গোল্ড মেডেলের জন্য ঝাঁপাতে পারবেন ভারতীয় তারকা।


লাভলিনা বেরগোহাইন (Lovlina Borgohain), নামটা আজকের আগে পর্যন্ত ভারতবর্ষের মানুষের কাছে খুব একটা পরিচিত ছিল না। কিন্তু মঙ্গলবার জার্মানির অভিজ্ঞ মহিলা বক্সার নাদাইন এপেটজের বিরুদ্ধে তাঁর ৩:২ জয় কাশ্মীর থেকে কন্যাকুমারী তার নাম ছড়িয়ে দেবে। বুদ্ধি করে দুরন্ত ম্যাচ খেললেন তিনি। পৌঁছে গেলেন কোয়ার্টার ফাইনালে। জ্যাব, কাট, হুক সবেতেই প্রায় নিখুঁত ছিলেন তিনি।

Related posts

১২৬তম বেটন কাপ জিতল সেনা একাদশ; বায়ুসেনাকে ২-০ গোলে হারিয়ে কলকাতায় ঐতিহাসিক সাফল্য

ইডেনে পিচের গেরোয় মহাধস: বাভুমার জেদ আর হারমারের ঘূর্ণিতে ১২৪ রানও তুলতে পারল না ভারত

১১ বছরের সম্পর্কের ইতি! কেকেআর ছাড়ল আন্দ্রে রাসেলকে— মিনি নিলামে রেকর্ড পার্স নিয়ে নামছে নাইটরা