নয়াদিল্লি: ভারতের রেসলিং ফেডারেশনের বিরুদ্ধে যন্তর মন্তরে ধর্নায় বসেছেন সিনিয়র কুস্তিগিররা। এই কুস্তিগিরদের মধ্যে অলিম্পিয়ান বজরং পুনিয়া, সাক্ষী মালিক, ভিনেশ ফোগাট এবং সরিতা মোর-সহ অনেক খেলোয়াড় রয়েছেন।
একাধিক কোচের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করলেন মহিলা কুস্তিগির ভিনেশ ফোগাট। তিনি বলেছেন, “কোচরা মহিলাদের যৌন হয়রানি করছেন। ফেডারেশনের কিছু প্রিয় কোচ মহিলা কুস্তিগিরদের সঙ্গে খারাপ ব্যবহার করেন। তারা মেয়েদের যৌন হয়রানি করেন। ফেডারেশন সভাপতি অনেক মেয়েকে যৌন হয়রানি করেছেন।”
ধর্নামঞ্চে ভিনেশ আরও বলেন, “অন্তত ২০ জন মেয়ের সঙ্গে এমন অন্যায় হয়েছে। জানি, নির্মম সত্য সামনে আমার জন্য আমার প্রাণ সংশয় হতে পারে। তবে অনেক সহ্য করেছি, আর নয়। ফেডারেশনের সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের পদত্যাগ চাই”।
সাম্প্রতিক অতীতে নিজেদেরই সংস্থার বিরুদ্ধে খেলোয়াড়দের এ ধরনের বিক্ষোভ দেখা যায়নি। ধর্নায় বসার আগে বজরং পুনিয়া টুইটারে লেখেন, “দেশের হয়ে পদক জেতার জন্য কঠোর পরিশ্রম করে ক্রীড়াবিদরা। কিন্তু আমার টেনে নীচে নামানো ছাড়া সংস্থা আর কোনও কাজই করেনি। একতরফা নিয়মের দোহাই দেখিয়ে খেলোয়াড়দের নির্যাতন করা হচ্ছে”।