রোহিত শর্মার পর এ বার অনুশীলনে চোট পেলেন বিরাট কোহলি। নেটে অনুশীলনের সময় চোট পেলেন তিনি।
জানা গিয়েছে, নেটে ব্যাট করছিলেন কোহলি। সে সময় হর্ষল পটেলের ডেলিভারিতে এই চোট পান তিনি। একটি বল গিয়ে বিরাটের থাইতে লাগে। বলটা ঠিকমত টাইমিং করতে পারেননি তিনি। এরপরেই তাঁকে যন্ত্রণায় নেট থেকে সরে যেতে দেখা যায়।
স্পোর্টসটাইগারের একটি ভিডিও ফুটেজে দেখা যায় নিজের নেট সেশন চালিয়ে যাওয়ার জন্য উঠে দাঁড়িয়ে হাঁটার চেষ্টা করেছিলেন কোহলি। খুঁড়িয়ে হেঁটে নেটের বাইরে চলে যান।
এর পর আর বেশিক্ষণ নেটে থাকেননি কোহলি। তিনি নেট ছাড়েন। যদিও বিরাটের চোট কতটা গুরুতর, ভারতীয় টিম ম্য়ানেজমেন্টের পক্ষ থেকে তা জানানো হয়নি।
উল্লেখ্য, কিছুদিন আগে নেটে ব্যাটিং অনুশীলন করার সময় থ্রো ডাউন স্পেশালিস্ট রঘুর বলে চোট পান রোহিত শর্মা। সামনে টি-২০ বিশ্বকাপের সেমিফাইনাল। ফলে পরিস্থিতিতে একের পর এক চোট দলকে চিন্তায় রাখছে।