আগামী বৃহস্পতিবার (১১ জানুয়ারি, ২০২৪) মোহালিতে আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচ। দলে ফিরলেও প্রথম ম্যাচে খেলবেন না বিরাট কোহলি। ম্যাচের আগের দিন সাংবাদিক বৈঠকে এ কথা নিশ্চিত করেছেন হেড কোচ রাহুল দ্রাবিড়।
প্রায় ১৮ মাস পরে ভারতের হয়ে আবার একসঙ্গে টি-টোয়েন্টি ক্রিকেটে খেলার কথা ছিল বিরাট কোহলির। গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর দেশের জার্সিতে এই ফর্ম্যাটে আর খেলেননি রোহিত শর্মা ও বিরাট। তবে এ দিন রাহুল দ্রাবিড় জানিয়েছেন ব্যক্তিগত কারণে খেলবেন না বিরাট।
সূত্রের খবর, টিমের সঙ্গে মোহালি পৌঁছোননি বিরাট কোহলি। এর পর দ্বিতীয় ম্যাচ ইনদওরে। ১৪ জানুয়ারি হবে সেই ম্যাচ। শেষ ম্যাচ ১৭ জানুয়ারি। সেই ম্যাচ হবে বেঙ্গালুরুতে।
তবে বিরাট না খেললেও রোহিত খেলবেন। মোহালিতে ভারতীয় দলকে তিনিই নেতৃত্ব দেবেন। ম্যাচের আগের দিন অর্থাৎ আজই বিকেলে রোহিতের পৌঁছনোর কথা। বিরাট কী কারণে প্রথম ম্যাচে নেই, সে বিষয়ে খোলসা করেননি দ্রাবিড়। ব্যক্তিগত কারণের কথাই বলেছেন।