প্রথম দু’টি ম্যাচে হারার পর সিরিজ়ে সমতা ফেরালেও রবিবার নির্ণায়ক ম্যাচে হারল ভারত। প্রথমে ব্যাট করে ভারতের তোলে ৯ উইকেটে ১৬৫ রান। ৮ উইকেট বাকি থাকতেই সেই রান তুলে দেয় ওয়েস্ট ইন্ডিজ।
রবিবারের ম্যাচে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন হার্দিক পাণ্ড্য। কিন্তু দুই ওপেনার ফিরে গেলেন ১৭ রানের মধ্যেই। প্রথম ওভারেই আউট হন যশস্বী জয়সওয়াল (৫)। তার পর শুভমন গিল (৯)। দুই ওপেনারকে হারিয়ে তখন কিছুটা চাপেই পড়ে গিয়েছিল ভারত। সেই চাপ কাটিয়ে দেন সূর্যকুমার যাদব (৬১) এবং তিলক বর্মা (২৭)। তবে পাঁচে নামা সঞ্জু স্যামসন (১৩) ব্যর্থ। তিনি হেলায় সেই সুযোগ নষ্ট করলেন।
হার্দিক পাণ্ড্য ১৮ বলে ১৪ করে ফেরেন তিনি। এর পর সূর্য আউট হতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে ভারতের ইনিংস। মাঝে দু’বার অল্প সময়ের জন্যে বৃষ্টি এসে খেলা থামিয়েছে। কিন্তু ভারতের ভাগ্য তাতে ফেরেনি। ১৬৫ রানেই আটকে যায় তাদের ইনিংস।
জবাবে ব্যাট করতে নেমে আর্শদীপ সিংয়ের বলে দ্বিতীয় ওভারেই ফিরে যান কাইল মেয়ার্স (১০)। এরপর ব্রেন্ডন কিং এব নিকোলাস পুরান ভারতের ইনিংস সামলান। তাঁদের মধ্যে দ্বিতীয় উইকেটে ১০৭ রানের পার্টনারশিপ গড়ে ওঠে। পুরান ৩৫ বলে ৪৭ রান করেন। এরপর কিং এবং শাই হোপের মধ্যে ৫২ রানের পার্টনারশিপ গড়ে ওঠে। কিং ৫৫ বলে ৮৫ রানে অপরাজিত থাকেন। অন্য দিকে, হোপ ১৩ বলে ২২ রানে অপরাজিত থাকেন।