মুক্তি পেল কল্পবিজ্ঞান ভিত্তিক বাংলা চলচ্চিত্র ‘রহস্য দ্বীপ’

সাধনা দাস বসু : মুক্তি পেল বাংলা ছায়াছবি ‘রহস্য দ্বীপ’। কল্পবিজ্ঞানের কাহিনী নিয়ে নির্মিত এই ছবিটি ১৪ জুলাই শুক্রবার , প্রথম প্রদর্শিত হলো নজরুল তীর্থে। কাহিনী , চিত্রনাট্য ও পরিচালনা ইয়াসমিন ইব্রাহিম। যুগ্ম পরিচালক সর্বজিৎ মন্ডল। অভিনয় করেছেন অরূপ মন্ডল , রাজু মজুমদার , সোমা চক্রবর্তী প্রমুখ।

“দ্য হোয়াইট হর্স এন্টারটেইনমেন্ট প্রোডাকশন হাউজ” নিবেদিত প্রায় দু’ ঘন্টার এই ছবিতে ছিল টান টান উত্তেজনা। এই প্রথম ভিন গ্ৰহের প্রাণী নিয়ে ভিন্ন ধরণের বাংলা ছবি তৈরি করেছেন ইয়াসমিন ও সর্বজিৎ। ‘রহস্য দ্বীপ’ সব বয়সের দর্শকদের মন জয় করতে পারবে বলেই তাঁদের আশা।

Related posts

‘গানের ভিতর দিয়ে’ তৃতীয় বর্ষের প্রতিযোগিতা

মালদহে দেবের হেলিকপ্টারে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন তারকা অভিনেতা

‘তারক মেহতা কা উল্টা চশমা’র অভিনেতা ‘সোধী’ নিখোঁজ, দায়ের অপহরণের মামলা