দিঘায় পর্যট‌কের ঢল, মাইকিং করে সতর্কতা স্থানীয় প্রশাসনের

সোমবার দিঘার আকাশে মেঘের সমাগম। নেমেছে বৃষ্টিও। এরই মধ্যে ভিড় জমেছে পর্যটকদের। সমুদ্র স্নানে নেমে যাতে বিপত্তি না ঘটে তার জন্য আগে থেকে পর্যটকদের সচেতন করছে স্থানীয় প্রশাসন।

এ দিন সকালেই আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টিপাত হতে পারে। অন্য দিকে রয়েছে অমাবস্যার ভরা কোটাল। এর জেরে সমুদ্রের জল ফুলেফেঁপে উঠতে পারে।

সবমিলিয়ে স্থানীয় দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদের পক্ষ থেকে মাইকিং করে পর্যটকদের সচেতন করা হচ্ছে। বলা হচ্ছে, সমুদ্র উত্তাল থাকায় কেউ সমুদ্র স্নানে নামবেন না। মদ্যপান করে সমুদ্রের পাড়ে যাতে না আসেন, সে ব্যাপারেও সজাগ করছে স্থানীয় প্রশাসন।

Related posts

‘বেরিয়ে যেতে পারেন’, অধীরকে কড়া কথা শুনিয়ে দিলেন খাড়্গে

কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়ার পথে মর্মান্তিক বাস দুর্ঘটনা, মৃত ২

তাপপ্রবাহের মতো পরিস্থিতির মধ্যেই বৃষ্টির সম্ভাবনা জেলায় জেলায়