লোকসভা ভোট ১৬ এপ্রিল এপ্রিল? মুখ খুলল নির্বাচন কমিশন

নয়াদিল্লি: সোশ্যাল মিডিয়া ভাইরাল দিল্লির মুখ্য নির্বাচন কমিশনারের একটি চিঠি। যেখানে উল্লেখ করা হয়েছে, ১৮তম লোকসভা নির্বাচন শুরু হচ্ছে আগামী ১৬ এপ্রিল। প্রশ্ন উঠছে, ওই দিনেই কি ভোট হবে?

জল্পনা জোরালো হতেই এ বিষয়ে মুখ খুলেছে জাতীয় নির্বাচন কমিশন। এক প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, লোকসভা ভোটের প্রস্তুতির জন্যই আপাতত ১৬ এপ্রিলকে সামনে রাখা হয়েছে। তবে দিনটি চূডান্ত নয়।

দিল্লিতে মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিস থেকে এক্স হ্যান্ডেলে স্পষ্ট করে জানানো হয়েছে, দিনটি শুধুমাত্র প্ল্যানিং রেফারেন্সের জন্য।

সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাওয়া বিজ্ঞপ্তিতে লেখা রয়েছে, নির্বাচন কমিশনের ইলেকশন প্ল্যানার অনুযায়ী ১৬ এপ্রিল ১৮তম লোকসভা ভোটের সম্ভাব্য তারিখ। ১৯ জানুয়ারি দিনাঙ্কিত নির্বাচন কমিশনের তরফে এই বিজ্ঞপ্তিটি দিল্লির ১১টি জেলার ইলেকশন অফিসারদের উদ্দেশে জারি করা হয়েছিল। যা নিয়ে আলোড়ন শুরু হয় সর্বত্র। এরপরই মুখ খোলেন দিল্লির মুখ্য নির্বাচন কমিশনার ।

প্রসঙ্গত, ২০১৯ সালের গত লোকসভা ভোট শুরু হয়েছিল ১১ এপ্রিল। সাত দফায় ভোট হয়েছিল। ভোটগ্রহণ পর্ব চলেছিল ১৯ মে পর্যন্ত। ভোটের ফল ঘোষণা হয়েছিল ২৩ মে।

Related posts

আজ ঝাড়গ্রাম ও ঘাটালে নির্বাচনী জনসভা, খড়্গপুরে রোড-শো মমতার

রাজ্যপাল সিভি আনন্দ বোসের পদত্যাগের দাবি, রাজভবন ঘেরাও তৃণমূল শিক্ষা সেলের

ফের তাপপ্রবাহের পরিস্থিতি, শুক্রবার কোন কোন জেলায় হাঁসফাঁস অবস্থা