একদিনে জোড়া নোটিস অনুব্রতকে, গরুপাচারকাণ্ডের সঙ্গে যুক্ত হল নির্বাচনী সন্ত্রাস মামলা

সিবিআইয়ের তরফে এবার একদিনে জোড়া নোটিস ধরানো হল বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে। শনিবার প্রথমে তাঁকে গরুপাচারকাণ্ডে নোটিস দিয়েছিল সিবিআই এবং বিকেল সাড়ে পাঁচটার মধ্যেই তাঁকে নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল।

এর পর পরই শনিবারই তাঁর নিউটাউনের ফ্ল্যাটে পৌঁছে যায় সিবিআই। সেখানে গিয়ে অনুব্রতর নিউটাউনের বাড়ির দেওয়ালে লাগানো হয় আরও একটি নোটিস।

সেই নোটিসে বলা হয়েছে, নির্বাচন পরবর্তী সন্ত্রাস মামলায় রবিবার বেলা এগারোটার মধ্যে তাঁকে হাজির হতে হবে সিবিআই দফতরে। খুব স্বাভবিকভাবেই একই দিনে অনুব্রতকে সিবিআইয়ের এই জোড়া নোটিস ঘিরে রাজ্য রাজনীতিতে তৈরি হয়েছে চূড়ান্ত চাঞ্চল্য।

Related posts

মমতা-অভিষেককে গাড়ির ধাক্কায় খুনের হুমকি দিয়ে পোস্টার, জোর চাঞ্চল্য

আজ ঝাড়গ্রাম ও ঘাটালে নির্বাচনী জনসভা, খড়্গপুরে রোড-শো মমতার

রাজ্যপাল সিভি আনন্দ বোসের পদত্যাগের দাবি, রাজভবন ঘেরাও তৃণমূল শিক্ষা সেলের