আজ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগে সুব্রহ্মণ্যম স্বামীর সঙ্গে বৈঠক করবেন মমতা

ডেস্ক : আজ বিকেল পাঁচটায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিএফএফ ইস্যু সহ একাধিক বিষয় নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগে সুব্রহ্মণ্যম স্বামীর সঙ্গেও মমতার বৈঠক হবার কথা রয়েছে। তৃণমূল সূত্রে জানা গিয়েছে বিকেল সাড়ে তিনটের সময় তাঁর সঙ্গে বৈঠক রয়েছে।

সোমবার দিল্লি থেকে রওনা হবার আগে মুখ্যমন্ত্রী জানিয়ে ছিলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বিএসএফ-এর ক্ষমতা বৃদ্ধির প্রসঙ্গ উঠতে পারে। এর পাশাপাশি জিএসটি-র বকেয়া পাওনার বিষয়টিও আলোচনায় উঠে আসতে পারে বলে মনে করা হচ্ছে।

তৃতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় জুলাই মাসে প্রথমবার দিল্লি সফরে গিয়েছিলেন। সে বারও তিনি প্রধামন্ত্রীর সঙ্গে বৈঠক করেন।

তবে দিল্লি একটু উল্লেখেযোগ্য, কারণ, তিন অ-বিজেপি নেতা কীর্তি আজাদ, অশোক তনওয়ার, পবন বর্মা তাঁর উপস্থিতিতে তৃণমূলে যোগ দিয়েছেন। মঙ্গলবার মমতার সঙ্গে দেখা করেন কবি ও গীতিকার জাভেদ আখতার ও প্রাক্তন বিজেপি নেতা সুধীন্দ্র কুলকার্নি।

আরও পড়ুন

ই-মেল করে গৌতম গম্ভীরকে খুনের হুমকি আইএস-এর

Related posts

ফের শুরু হতে চলেছে বৃষ্টি-পর্ব, চলবে কত দিন

রামকৃষ্ণ মিশন এবং ভারত সেবাশ্রম সঙ্ঘের একাংশ সরাসরি রাজনীতি করছে, ক্ষোভ মমতার

আন্তর্জাতিক মিউজিয়াম দিবসে কলকাতা জাদুঘর জমজমাট সাধারণ মানুষের ভিড়