বন্দে ভারতের টিকিট নিয়ে কালোবাজারি, গ্রেফতার ২

কলকাতা: এ বার বন্দে ভারত এক্সপ্রেসের টিকিট নিয়ে কালোবাজারি! এই সেমি-হাইস্পিড ট্রেনের কনফার্মড টিকিট পাইয়ে দেওয়ার নামে কালোবাজারির অভিযোগে গ্রেফতার দুই।

অভিযোগের সূত্রপাত সোশ্যাল মিডিয়ায়। দেড় হাজারের টিকিটের জন্য আড়াই হাজার টাকা দিলেই মিলে যাবে কনফার্মড টিকিট। এই অভিযোগ সোশ্যাল মিডিয়ায় ছড়াতেই হইচই শুরু হয়। সেই সূত্র ধরেই শুরু হয় তদন্ত। আরপিএফ জানিয়েছে, অভিযোগ জানানো ব্যক্তির সঙ্গে এই দুই দালালকে নির্দিষ্ট জায়গা কথা বলতেও দেখা গিয়েছে।

বুধবার অভিযান চালিয়ে দুই টিকিট দালালকে হাওড়া স্টেশন থেকে গ্রেফতার করে আরপিএফের সাউথ পোস্ট। আরপিএফের দাবি, সোশ্যাল মিডিয়ায় ফাঁস হওয়া দালালদের বিবরণের সঙ্গে এই দুই টিকিট দালালের মিল থাকায় তাদেরই গ্রেফতার করা হয়েছে। ধৃত দুই দালালের নাম সুভাষ সোনকার ও মহম্মদ শাহনাজ।

Related posts

আজ ঝাড়গ্রাম ও ঘাটালে নির্বাচনী জনসভা, খড়্গপুরে রোড-শো মমতার

রাজ্যপাল সিভি আনন্দ বোসের পদত্যাগের দাবি, রাজভবন ঘেরাও তৃণমূল শিক্ষা সেলের

ফের তাপপ্রবাহের পরিস্থিতি, শুক্রবার কোন কোন জেলায় হাঁসফাঁস অবস্থা