পিকনিক করে ফেরার পথে রূপনারায়ণে নৌকাডুবি, নিখোঁজ ৫

হাওড়া: পিকনিক করে ফেরার পথে রূপনারায়ণ নদে নৌকাডুবি! উদ্ধার করা গিয়েছে ১৫ জনকে। এখনও নিখোঁজ একই পরিবারের অন্তত পাঁচ সদস্য। যুদ্ধকালীন তৎপরতায় তল্লাশিতে নেমেছে বিপর্যয় মোকাবিলা দল এবং পুলিশ।

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, এ দিন বিকেলের দিকে রূপনারায়ণ নদে নৌকাডুবির এই ঘটনা ঘটে। নিখোঁজ প্রত্যেকেই হাওড়ার লিলুয়া থানার বেলগাছিয়া লিচুবাগান এলাকার বাসিন্দা। নদীতে ভেসে যাওয়া প্রায় ১৫ জনকে উদ্ধার করে আশেপাশে থাকা অন্যান্য নৌকার মাঝিরা। নিখোঁজদের খোঁজে রাতেও চলছে তল্লাশি। হাওড়া এবং পশ্চিম মেদিনীপুরের পুলিশ প্রশাসনের উদ্যোগে শুরু চলছে উদ্ধারকাজ।

জানা গিয়েছে, কয়েকটি পরিবার পিকনিক করতে গিয়েছিল। প্রথমে বাগনানের বাকসি গিয়েছিলেন তাঁরা। সেখান থেকে নৌকায় রূপনারায়ণ পেরিয়ে ত্রিবেণী পার্কে পিকনিক করতে যান।  জলপথে ফেরার সময় হঠাৎ ওই নৌকাটি উল্টে যায়। এই দুর্ঘটনার খবর পেয়ে বেলগাছিয়া এলাকায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

Related posts

ফের শুরু হতে চলেছে বৃষ্টি-পর্ব, চলবে কত দিন

রামকৃষ্ণ মিশন এবং ভারত সেবাশ্রম সঙ্ঘের একাংশ সরাসরি রাজনীতি করছে, ক্ষোভ মমতার

আন্তর্জাতিক মিউজিয়াম দিবসে কলকাতা জাদুঘর জমজমাট সাধারণ মানুষের ভিড়