সাত সকালে মহাজাতি সদনের সামনে বোমাবাজি

ডেস্ক: অষ্টম দফার ভোটের সকালে ফের বোমা পড়ল কলকাতায়। সেন্ট্রাল অ্যাভিনিউ এবং রবীন্দ্র সরণিতে বোমাবাজির ঘটনা ঘটে৷ বিজেপি প্রার্থী মীনাদেবী পুরোহিতের গাড়ি লক্ষ্য করে বোমা ছোঁড়া হয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় উত্তপ্ত উত্তর কলকাতা৷ তবে রাস্তা ফাঁকা থাকায় কোনও হতাহতের খবর মেলেনি। 


জানা গিয়েছে,  মহাজাতি সদনের সামনে সেন্ট্রাল অ্যাভিনিউয়ের উপরে পর পর দুটি বোমা ছোড়া হয়।  সকাল ৭টা ৫০ নাগাদ বোমাবাজির ঘটনা ঘটে। পরবর্তীতে কিছুক্ষণ আগে এবার রবীন্দ্র সরণিতে  কলকাতায় ফের বোমাবাজির ঘটনা ঘটে। এ বারে জোড়াসাঁকোয় BJP প্রার্থী মীনাদেবি পুরোহিতের গাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ উঠেছে।

খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ।  প্রাথমিকভাবে পুলিশের ধারণা, গাড়িতে করে এসে বোমা ছোড়া হয়েছে। দুটি বোমা পড়েছে। তবে কে বা কারা বোমা ছুড়েছে, তা এখনও স্পষ্ট নয়। এলাকায় আপাতত প্রচুর পুলিশকর্মী মোতায়েন আছেন। স্থানীয়দের সঙ্গেও কথা বলছেন।

আরও পড়ুন: স্বামীর মৃত্যুর জন্য দায়ী কমিশন, অনিচ্ছাকৃত খুনের অভিযোগ প্রয়াত তৃণমূল প্রার্থীর কাজল সিনহার স্ত্রীর


জোড়াসাঁকোর তৃণমূল প্রার্থী বিবেক গুপ্ত। তিনি অভিযোগ করেন, সংখ্যালঘু এলাকায় ভোটারদের ভয় দেখানোর জন্য বিজেপি-আশ্রিত দুষ্কৃতীরা বোমা ছুড়ে গিয়েছে।

Related posts

বিজেপিতে বড় ধাক্কা! ভোটের মধ্যেই তৃণমূলে যোগ দিলেন বিদায়ী সাংসদ

সুন্দরবনে চোরাশিকারিদের হাতে খুন বনকর্মী, তদন্তে পুলিশ

ফের শুরু হতে চলেছে বৃষ্টি-পর্ব, চলবে কত দিন