বল ভেবে খেলতে গিয়ে বোমা বিস্ফোরণ ভাঙড়ে, আশঙ্কাজনক অবস্থায় কলকাতায় স্থানান্তর ২ শিশুকে

বল ভেবে বোমা নিয়ে খেলতে গিয়ে বিস্ফোরণ। গুরুতর আহত দুই শিশু। শনিবার, পঞ্চায়েত ভোটের আবহে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার কাশীপুরের ছোঁয়ানি এলাকায়।

আহতদের নিয়ে যাওয়া হয়েছিল স্থানীয় হাসপাতালে। অবস্থার অবনতি হওয়ায় তাদের দ্রুত সেখান থেকে তাদের স্থানান্তরিত করানো হয় কলকাতায়।

ঘটনায় প্রকাশ, সকালে বাড়ির সামনেই দাঁড়িয়েছিল দুই শিশু। ঝোপের মধ্যে দুটি সুতোলি পাকানো গোলাকার বস্তু পড়ে থাকতে দেখেছিল শিশু দুটি। বছর সাতেকের ছেলেটি বল ভেবে সেই সুতোলির গোল্লা হাতে তুলে নেয়। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, আচমকাই বিকট শব্দ শুনতে পান তাঁরা। দৌড়ে ঘরের বাইরে এসে দেখেন, রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে দুই শিশু। তাদের মুখের একপাশে ঝলসে গিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার ছোঁয়ানি এলাকায় তৃণমূল এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (আইএসএফ)-এর মধ্যে বোমাবাজি হয়। সেই বোমার বেশ কয়েকটি পড়েছিল এলাকায়।

Related posts

বিজেপিতে বড় ধাক্কা! ভোটের মধ্যেই তৃণমূলে যোগ দিলেন বিদায়ী সাংসদ

সুন্দরবনে চোরাশিকারিদের হাতে খুন বনকর্মী, তদন্তে পুলিশ

ফের শুরু হতে চলেছে বৃষ্টি-পর্ব, চলবে কত দিন