চোপড়ায় মৃত শিশুদের পরিবারকে আর্থিক সাহায্য রাজ্যের

কলকাতা: চোপড়ায় মৃত শিশুদের পরিবারের পাশে রাজ্য সরকার। ২ লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা মুখ্যমন্ত্রীর। বৃহস্পতিবার সংশ্লিষ্ট আধিকারিকদের এই সংক্রান্ত নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। উত্তর দিনাজপুরের চোপড়ায় কিছু দিন আগে নর্দমার জন্য কাটা মাটি চাপা পড়ে চার শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছিল। 

জানা গিয়েছে, প্রতিটি শিশুর পরিবারকে দু’লক্ষ টাকা করে দেওয়া হবে। মুখ্যসচিব বিপি গোপালিকাকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

চোপড়ায় নালার মাটি চাপা পড়ে মৃত্যু হয় ৪ শিশু। মৃত্যুতে বিএসএফ-এর বিরুদ্ধে গাফিলতির অভিযোগ। চোপড়ার দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের চেতনাগজ গ্রামের সেই ঘটনায় বিএসএফের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তোলে তৃণমূল। বৃহস্পতিবার জানা যায়, চোপড়ার মৃত শিশুদের পরিবারকে রাজ্য সরকারের তরফেও আর্থিক সাহায্য করা হবে।

অভিযোগ, বিএসএফের খোঁড়া নালায় মাটি চাপা পড়ে ওই শিশুদের মৃত্যু হয়েছে। এর পর মুখ্যমন্ত্রীর নির্দেশে চোপড়ায় যান রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং গোলাম রব্বানি। ছিলেন চোপড়ার বিধায়ক হামিদুর রহমান, ইসলামপুর পুরসভার পুরপ্রধান কানাইলাল আগরওয়ালও।

Related posts

হুগলির ধনিয়াখালিতে বিক্ষোভের মুখে লকেট, অশান্ত পরিস্থিতি

ভোট চলাকালীন ঝেঁপে বৃষ্টি, ছাতা মাথায় ভিড় ভোটারদের

দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝেঁপে বৃষ্টি, জারি কমলা সতর্কতা