কমনওয়েলথ গেমসে ভারতের কুস্তিগীরদের দাপট অব্যাহত, সোনা জয় ভিনেশ, নবীনের

কমনওয়েলথ গেমসে ভারতের কমনওয়েলথ গেমসে ভারতের কুস্তিগীরদের দাপট কুস্তিগীরদের দাপট বজায় রয়েছে। ৫৭ কেজি বিভাগে  সোনা জিতলেন কুস্তিগির রবিকুমার দাহিয়া। মহিলাদের ৫৩ কেজি বিভাগে সোনা জিতলেন  ভিনেশ ফোগাট। এবং পুরুষদের ৭৪ কেজি বিভাগ থেকে দিনের তৃতীয় সোনা দিলেন নবীন। ভারতীয় কুস্তিগীরের হাত ধরে চলতি কমনওয়েলথে ১১ তম সোনা এল ভারতের ঝুলিতে। বার্মিংহাম কমনওয়েলথে এখনও পর্যন্ত ১১টি সোনার পাশাপাশি ১১ টি রুপো ও ১১ টি ব্রোঞ্জ জিতেছেন ভারতীয় অ্যাথলিটরা।

 রবি কুমার দাহিয়ার হাত ধরে কমনওয়েলথ গেমসের দশম সোনা জেতে ভারত। কুস্তির ৫৭ কেজি বিভাগের ফাইনালে রবি হারালেন নাইজেরিয়ার প্রতিপক্ষ ওয়েলসনকে। ফাইনালে নাইজেরিয়ার প্রতিপক্ষকে ১০-০ পয়েন্টে উড়িয়ে দেন তিনি।

টানা তৃতীয় কমনওয়েলথে সোনা জিতলেন ভিনেশ ফোগাট। প্রথম ভারতীয় অ্যাথলিট হিসেবে এই অনন্য কীর্তি গড়লেন তিনি। মহিলাদের ৫৩ কেজি ফ্রি স্টাইল বিভাগে সোনা জেতেন ২০১৪ গ্লাসগো ও ২০১৮ গোল্ড কোস্ট কমনওয়েলথের সোনাজয়ী কুস্তিগীর।

আরও পড়ুন: দুরন্ত প্রত্যাবর্তন, দেশকে সোনা এনে দিলেন সাক্ষী

Related posts

আন্তর্জাতিক মিউজিয়াম দিবসে কলকাতা জাদুঘর জমজমাট সাধারণ মানুষের ভিড়

‘বেরিয়ে যেতে পারেন’, অধীরকে কড়া কথা শুনিয়ে দিলেন খাড়্গে

কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়ার পথে মর্মান্তিক বাস দুর্ঘটনা, মৃত ২