সোমবার থেকে লোকাল ট্রেনে নিয়ন্ত্রণ, সন্ধ্যার পর বন্ধ হবে চলাচল

কলকাতা: রাজ্যে নতুন করে করোনা সংক্রমণ বাড়তেই একগুচ্ছ বিধিনিষেধ আরোপ করল রাজ্য সরকার। এর মধ্যে ট্রেন চলাচলে বিধিনিষেধ আরোপ করল রাজ্য। সোমবার সকাল থেকে ট্রেন চলাচল স্বাভাবিক থাকলেও সন্ধ্যার পরে লোকাল ট্রেন বন্ধ থাকবে। রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী জানিয়েছেন এক সংবাদিক বৈঠকে জানিয়েছেন, কোনও প্রান্তিক স্টেশন থেকে সন্ধ্যা ৭টার পরে কোনও লোকাল ট্রেন ছাড়বে না।

তবে দিনের বেলায় ট্রেন চললেও করোনা বিধি মেনে লোকাল ট্রেনে ৫০ শতাংশ যাত্রী সফর করতে পারবেন। এক বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে, লোকাল ট্রেনের প্রতিটি বগিতে যতগুলি আসন থাকে তার অর্ধেক যাত্রী উঠতে পারবেন। পাশাপাশি আসনে বসে সফর করা যাবে না। একটি করে আসন ছেড়ে বসতে হবে ট্রেনে।

ট্রেনে যাতে খুব প্রয়োজন ছাড়া কেউ সফর না করেন সেই আর্জিও জানিয়েছে রাজ্য সরকার। শুধু লোকাল ট্রেন নয়, মেট্রো রেলেও চলবে ৫০ শতাংশ যাত্রী নিয়ে।

Related posts

ফের তাপপ্রবাহের পরিস্থিতি, শুক্রবার কোন কোন জেলায় হাঁসফাঁস অবস্থা

মুকুল রায়ের বাড়িতে অধীর চৌধুরী! কী এমন ঘটল?

মালদহে বজ্রপাতে মৃত অন্তত ১১, দু’লক্ষ টাকা করে ক্ষতিপূরণের ঘোষণা