নন্দীগ্রামে হারলেও ভবানীপুরে জিতেই ভারত-জয়ের যাত্রা শুরু হবে: মমতা

ডেস্ক: শুক্রবার ভবানীপুরের ৭১ নম্বর ওয়ার্ডে উপনির্বাচনের প্রচার করেন নেত্রী। ভোটপ্রচারে নেমে আবারও এজেন্সি প্রসঙ্গ তুলে কেন্দ্রের বিরুদ্ধে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এ দিন সবার প্রথমই ইডি-সিবিআইয়ের মতো কেন্দ্রীয় তদন্তকারীর সংস্থার বিরুদ্ধে শান দেন তৃণমূল সুপ্রিমো। সিপিএমের ৩৪ বছরের শাসনকাল টেনে তিনি বলেন, “কত অন্যায় হয়েছে। কিন্তু একটা ইডি-সিবিআই কেস হয়নি। কিচ্ছু করেনি। কিন্তু আসল লোকের গায়ে হাত দেয়নি। আজ আমাদের দলের কে বাদ আছে? যে দলটা সবচেয়ে সৎ, সবচেয়ে নির্ভিক তাদেরকেই টার্গেট করে। এমনকি সৌগত রায়, পার্থ চট্টোপাধ্যায়ের মতো লোককেও বা দেয়নি।”


নন্দীগ্রামে হারলেও ভবানীপুরে জিতেই এবার ভবানীপুর থেকেই ভারত-জয়ের যাত্রা শুরু হবে। ভবানীপুরের উপনির্বাচনের প্রচারে গিয়ে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ঝুঁকি নিয়ে নন্দীগ্রামে লড়াই করেছি। ভবানীপুর থেকে ঝুঁকি নিয়েই নন্দীগ্রামে গিয়েছিলাম। আগে বুঝতে পারিনি নন্দীগ্রামে চক্রান্ত হচ্ছে। নন্দীগ্রামে ভোট কারচুপি হয়েছে। আমাকে সর্বশক্তি দিয়ে হারানোর চেষ্টা করেছিল বিজেপি। কিন্তু আমাকে হারাতেই সব শক্তি শেষ, বাকি আসনগুলিতে আমরা জিতেছি, রেকর্ড আসনে জিতে বাংলায় আবার ক্ষমতায় ফিরেছে তৃণমূল।

আরও পড়ুন: দিল্লিতে রোহিনী আদালতে শ্যুটআউট, এলোপাথাড়ি গুলিতে মৃত্যু গ্যাংস্টার সহ ৫ জনের


মমতার কথায়, ভোটে বিজেপি নেতারা ডেইলি প্যাসেঞ্জারি করেছে। সকালে এসেছে বিকেলে ফিরেছে। আবার বাংলায় ডিনার করেছে দিল্লিতে গিয়ে ব্রেকফাস্ট করেছে। তবুও বিজেপি পারেনি।বাংলার মানুষ আমাদের পক্ষে রয়েছে। আমাদেরকে হারানো বিজেপি সাধ্যে নেই।

Related posts

বিজেপি ক্ষমতায় ফিরলে মমতা, স্তালিন, তেজস্বীদের জেলে পাঠাবে, বিস্ফোরক কেজরিওয়াল

মা, স্ত্রী, সন্তান-সহ ৫ জনকে খুন করে উত্তরপ্রদেশে আত্মঘাতী এক ব্যক্তি

সুপ্রিম কোর্টে জামিন পাওয়ার পর আজ কেজরিওয়ালের প্রথম রোড শো, হনুমান মন্দিরে পুজো দিয়ে শুরু ভোটপ্রচার