গ্ৰুপ-ডি নিয়োগ দুর্নীতি: রাত ১২টার মধ্যে জিজ্ঞাসাবাদের নির্দেশ সিবিআইকে !

গ্ৰুপ-ডি নিয়োগে অনিয়মে কড়া পদক্ষেপ কলকাতা হাই কোর্টের। ফের সিবিআইকে তদন্তের নির্দেশ দিল উচ্চ আদালত। বৃহস্পতিবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একক বেঞ্চের নির্দেশ, স্কুল সার্ভিস কমিশনের তৎকালীন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহাকে রাত ১২টার মধ্যে ডেকে জিজ্ঞাসাবাদ করবে সিবিআই। জিজ্ঞাসাবাদে কী উঠে এল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে শুক্রবার সকালে তা জানাতে হবে আদালতে।

আদালতের বক্তব্য, স্কুলে বেআইনি নিয়োগ নিয়ে যে সব মামলা আসছে আদালতের কাছে, সেখানে বহু মামলায় শান্তিপ্রসাদ সিনহার নির্দেশ কাজ করেছে বলে তথ্য রয়েছে কোর্টের কাছে। তাই বৃহস্পতিবারই তাঁকে জেরা করতে হবে নির্দেশ দিয়েছে আদালত। শুক্রবার ফের এই মামলার শুনানি।

প্রসঙ্গত, ২০১৬ সালে প্রকাশিত হয় গ্রুপ ডি-তে ৯৮ জন নিয়োগের বিজ্ঞপ্তি। ৪ মে ২০১৯ সালে প্যানেলের মেয়াদ শেষ হয়। অভিযোগ, ৯০ জনের নাম প্যানেলে নেই।

Related posts

ভোটের আগের রাতে রক্তাক্ত কেতুগ্রাম, তৃণমূল কর্মীকে নৃশংস ভাবে কুপিয়ে খুন

মোদীর হাতে তুলে দেওয়া হল রবীন্দ্রনাথের উলটো ছবি, পাল্টা খোঁচা তৃণমূলের

স্বাভাবিকের থেকে নীচে তাপমাত্রা! রবিতেও বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া