জিটিএ নির্বাচনের দিন ঘোষণা

পাহাড়ে ভোটের দামামা। জিটিএ নির্বাচনের দিন ঘোষণা। ভোট হবে আগামী ২৬ জুন। আজ মঙ্গলবার একটি সর্বদল বৈঠকের ডাক দেওয়া হয়। যদিও সেই বৈঠকে একাধিক রাজনৈতিক দল উপস্থিত ছিল না। আর তাঁদের বাদ দিয়েই জিটিএন নির্বাচনের দিন ঘোষণা করা হয়েছে প্রশাসনের তরফে।

ভোট হবে আগামী ২৬ জুন। ভোট গণনা হবে ২৯ জুন। ২৭ মে হবে বিজ্ঞপ্তি জারি। সর্বদল বৈঠকের পর ঘোষণা জলপাইগুড়ির ডিভিশনার কমিশনারের। রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছে না বিমল গুরুংয়ের দল গোর্খা জনমুক্তি মোর্চা ও সুবাস ঘিসিংয়ের দল জিএনএলএফ। মোর্চা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে তাঁরা ভোটে অংশ নিচ্ছে না। একই পথে হাঁটতে পারে জিএনএলএফ-ও। তবে পাহাড়ের বাকি দলগুলি রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ও তাঁরা এই নির্বাচনে অংশ নেবে বলেও জানিয়েছে।

Related posts

শুরু পঞ্চম দফার প্রচার, আজ জোড়া সভা মমতার

গুজরাতের বিরুদ্ধে মাঠে না নেমেই আইপিএল ২০২৪ কোয়ালিফায়ারে কেকেআর!

বৃষ্টি কমলেই তাপমাত্রা বৃদ্ধি, কী বলছে আবহাওয়ার পূর্বাভাস