আজ থেকেই রাজ্যে বাড়বে গরম, তাপপ্রবাহের আশঙ্কা

কলকাতা: আজ (সোমবার) থেকেই রাজ্যে বাড়বে গরম। হাওয়া অফিসের পূর্বাভাস, ৬-৭ জেলায় স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি উঁচুতে থাকতে পারে পারদ।

মার্চের গোড়া থেকেই তাপমাত্রার পারদ চড়তে শুরু করে। তীব্র দাবদাহ শুরু না হলেও, গাত্রদহনের পরিস্থিতি উপস্থিত হয়েছে। বাড়ির বাইরে পা রাখলে অস্বস্তি বোধ হচ্ছে। সোমবারও সেই রেশ শুধু বজায়ই থাকবে না, একধাক্কায় তাপমাত্রা বাড়বে অনেকটাই।

আলিপুর আবহাওয়া দফতর ইতিমধ্যেই জানিয়েছে, ১০ থেকে ১৫ এপ্রিল গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, মালদহ, দক্ষিণ দিনাজপুরে হতে পারে তাপপ্রবাহ। কলকাতার পারদও ছুঁতে পারে ৪০ ডিগ্রি। আবহাওয়া দফতরের পূর্বাভাস, ১২ ও ১৩ তারিখ কলকাতার তাপমাত্রা পৌঁছবে ৩৯ ডিগ্রিতে। তারপরে তা ছুঁতে পারে ৪০ ডিগ্রির ঘরও।

পর পর কয়েক দিন বৃষ্টিতে কিছুটা হলেও প্রাণ জুড়িয়েছিল। তবে গরম থেকে রেহাই নেই এখনই। বরং দাবদাহ বাড়তে চলেছে বলে আগাম ইঙ্গিত মিলেছে। বাঁকুড়া পুরুলিয়া থেকে ঝাড়গ্রাম – সব জেলাতেই তীব্র তাপে নাজেহাল সাধারণ মানুষ। তবে আগামী কয়েক দিন বৃষ্টির সম্ভাবনা নেই। তাপমাত্রা ক্রমশ বাড়বে। জলীয় বাষ্প থাকায় বেলা বাড়লে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে।

Related posts

আজ ঝাড়গ্রাম ও ঘাটালে নির্বাচনী জনসভা, খড়্গপুরে রোড-শো মমতার

রাজ্যপাল সিভি আনন্দ বোসের পদত্যাগের দাবি, রাজভবন ঘেরাও তৃণমূল শিক্ষা সেলের

ফের তাপপ্রবাহের পরিস্থিতি, শুক্রবার কোন কোন জেলায় হাঁসফাঁস অবস্থা