এ বার পাথুরিয়াঘাটা স্ট্রিটে ভেঙে পড়ল বাড়ির একাংশ

কলকাতা: গার্ডেনরিচ, বৌবাজারের পর এ বার বাড়ির একাংশ ভেঙে পড়ল পাথুরিয়াঘাটা স্ট্রিটে। শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে কলকাতা পুরসভার ১২ নম্বর ওয়ার্ডে। তবে এই ঘটনায় হতাহতের কোনো খবর নেই।

ঘটনায় প্রকাশ, পাথুরিয়াঘাটা স্ট্রিট এলাকায় একটি প্রোমোটিংয়ের কাজ চলছিল। একটি বাড়ি ভেঙে নতুন ফ্ল্যাট তৈরির কাজ চলছিল। যে বাড়িতে প্রোমোটিং চলছিল সেখানে ‘ভাইব্রেটর’ যন্ত্র ব্যবহার করে পুরনো নির্মাণ ভাঙা হচ্ছিল। সেই যন্ত্রের অভিঘাতে পাশের একটি বাড়ির একাংশ ভেঙে পড়ে। তবে, ঠিক কী করে বাড়িটি ভেঙে পড়ল, তা এখনও পরিষ্কার নয়।

সূত্রের খবর, ধ্বংসস্তূপে আটকে পড়েছিলেন দু’জন। দমকল গিয়ে তাঁদের উদ্ধার করে। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, দমকল এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী। ঘটনাস্থলে দাঁড়িয়ে মন্ত্রী শশী পাঁজা জানান, যে বাড়িটির অংশ ভেঙে পড়েছে, সেই বিল্ডিংকে ইতিমধ্যে বিপজ্জনক বলে ঘোষণা করেছিল পুরসভা। সন্ধ্যায় সেটাই ভেঙে পড়ে।

প্রসঙ্গত, গার্ডেনরিচে নির্মীয়মাণ বহুতল বিপর্যয় কেড়ে নিয়েছিল ১২ টি তরতাজা প্রাণ।এই বহুতল ভেঙে পড়ায় ক্ষতিগ্রস্ত হয়েছিল বহুতল লাগোয়া একাধিক বাড়ি।

Related posts

তাপপ্রবাহের মতো পরিস্থিতির মধ্যেই বৃষ্টির সম্ভাবনা জেলায় জেলায়

দেড়শোর বেশি যাত্রী নিয়ে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে আগুন, বড়সড় দুর্ঘটনা এড়াল দিল্লি বিমানবন্দর

মমতাকে বেলাগাম আক্রমণ, অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে শোকজ কমিশনের