অনলাইনে ২১ জুলাইয়ের সমাবেশের লাইভ সম্প্রচার, একাধিক রাস্তাকে ওয়ান ওয়ে ঘোষণা পুলিশের

২১ জুলাই তৃণমূলের বিরাট সমাবেশ ঘিরে ইতিমধ্যেই প্রস্তুতি সারা প্রশাসনের। এবার তৃণমূল কংগ্রেসের এই শহীদ সমাবেশে উপচে পড়া ভিড় ও তার জেরে তীব্র যানজটের আশঙ্কা রয়েছে। আর সেই কারণে ওইদিন শহরের রাস্তায় যানবাহন চলাচল নিয়ে নির্দেশিকা জারি করল কলকাতা ট্রাফিক পুলিশ।

কলকাতার একাধিক রাস্তা ২১ জুলাই সারা দিনের জন্য ওয়ান ওয়ে ঘোষণা করল কলকাতা ট্রাফিক পুলিশ।
একটি বিজ্ঞপ্তি জারি করে কলকাতা ট্রাফিক পুলিশ জানিয়েছে, কলকাতা পুলিশের আওতাধীন এলাকায় বুধবার ভোররাত ৩টে থেকে বৃহস্পতিবার রাত ৮টা পর্যন্ত সবরকম পণ্যবাহী বাহন ঢোকা নিষিদ্ধ। ভিক্টোরিয়া মেমোরিয়ালের কাছে, এজেসি বোস রোড, হেস্টিংস ক্রসিং, ক্যাথিড্রাল রোড, হসপিটাল রোড, কুইনসওয়ে, কাসুয়ারিনা অ্যাভিনিউ এবং লাভার্স লেনে গাড়ি পার্ক করা যাবে না। বৃহস্পতিবার ভোর চারটের পর থেকে রাত আটটা পর্যন্ত শহরে কোনও ট্রাক, ম্যাটাডর ঢুকতে দেওয়া হবে না। গোটা কলকাতার ৪০টি পয়েন্টে পুলিশ পিকেট থাকবে বেশ কিছু রাস্তায় ডাউভারসন থাকবে।

জোরকদমে ত্রিপুরা, অসম, মেঘালয়, গোয়ায় ফের সংগঠন গোছানোর কাজ শুরু হয়েছে বলে খবর। কিন্তু শুধু বাংলা আর ত্রিপুরা দিয়ে যে ২০২৪-এর পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব নয়, তা বিলক্ষণ জানে তৃণমূল। একাধিক রাজ্যের জন্য আলাদা আলাদা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট তৈরি করা হয়েছে। সূত্রের খবর, ওই সোশ্যাল মিডিয়া পেজগুলি থেকে ২১ জুলাইয়ের সমাবেশের লাইভ সম্প্রচার দেখানো হবে। এ রাজ্যে তৃণমূলের জনকল্যাণমূলক কাজকর্মগুলির প্রচার করা হয় এই সব পেজ থেকে।

আরও পড়ুন :

বর্ধমানের পর এবার হাওড়ায় বিষমদের বলি ৮

কে হবেন ইস্টবেঙ্গল কোচ?

পদ্মা সেতু পরিদর্শনে মমতাকে জানালেন আমন্ত্রণ শেখ হাসিনা

কয়লা পাচার কাণ্ডে চার্জশিট জমা দিল সিবিআই

মূল্যবৃদ্ধি ও বেকারত্বের মতো ইস্যুতে প্রতিবাদে সরব বিরোধীরা

Related posts

সুন্দরবনে চোরাশিকারিদের হাতে খুন বনকর্মী, তদন্তে পুলিশ

ফের শুরু হতে চলেছে বৃষ্টি-পর্ব, চলবে কত দিন

রামকৃষ্ণ মিশন এবং ভারত সেবাশ্রম সঙ্ঘের একাংশ সরাসরি রাজনীতি করছে, ক্ষোভ মমতার