নৈহাটি-হালিশহরের মধ্যে থার্ড লাইনের কাজ, লোকাল ট্রেন বাতিল শিয়ালদহ শাখায়

কলকাতা: বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার নৈহাটি ও হালিশহর স্টেশনের মধ্যে থার্ড লাইনের কাজ চলবে বেশ কয়েক ঘণ্টার জন্য। এর জেরে কয়েকটি লোকাল ট্রেন বাতিল ও যাত্রাপথ পরিবর্তনের জন্য ফের যাত্রী ভোগান্তির আশঙ্কা করা হচ্ছে।

বুধবার ও বৃহস্পতিবার বাতিল থাকছে আপ ০৩১৩৯ শিয়ালদহ-রানাঘাট লোকাল। এই দু’দিনই ডাউন ০৩১৯৮ লালগোলা-শিয়ালদহ প্যাসেঞ্জার চলবে রানাঘাট অবধি।

পাশাপাশি, বৃহস্পতি ও শুক্রবার ১৩১০৬ বালিয়া-শিয়ালদহ এক্সপ্রেস ডানকুনি দিয়ে চলবে ঘুরপথে। ঘুরপথে চলবে ১৩১৮৫ মুজফ্‌ফরপুর-কলকাতা তিরহুত এক্সপ্রেস এবং ১৩১৬০ জোগবানি-কলকাতা এক্সপ্রেস। এই ঘটনায় ইতিমধ্যেই দুঃখপ্রকাশ করা হয়েছে রেলের তরফে।

Related posts

আজ ঝাড়গ্রাম ও ঘাটালে নির্বাচনী জনসভা, খড়্গপুরে রোড-শো মমতার

রাজ্যপাল সিভি আনন্দ বোসের পদত্যাগের দাবি, রাজভবন ঘেরাও তৃণমূল শিক্ষা সেলের

ফের তাপপ্রবাহের পরিস্থিতি, শুক্রবার কোন কোন জেলায় হাঁসফাঁস অবস্থা