আজ রাজ্যের ৩ আসনে ভোটগ্রহণ, প্রথম ধাপের নির্বাচন সংক্রান্ত গুরুত্বপূর্ণ সব প্রশ্নের উত্তর জেনে নিন

লোকসভা নির্বাচনের প্রথম ধাপের ভোট শুক্রবার (১৯ এপ্রিল, ২০২৪) । ২১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ১০২টি লোকসভা আসনে ভোট হবে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে ভোটগ্রহণ সংক্রান্ত প্রায় সব প্রস্তুতি নেওয়া হয়েছে। আসুন, জেনে নিই প্রথম ধাপের ভোট সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি:

কোথায় কোথায় ভোট

২১টি রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চল, যেখানে প্রথম ধাপে ভোট হবে তার মধ্যে রয়েছে তামিলনাড়ু (৩৯ আসন), ইউপি (৮), বিহার (৪), মধ্যপ্রদেশ (৬), রাজস্থান (১২), অসম (৫), অরুণাচলপ্রদেশ (২), ছত্তীসগঢ় (১), মহারাষ্ট্র (৫), মণিপুর (২), মেঘালয় (২), মিজোরাম (১), নাগাল্যান্ড (১), সিকিম (১), ত্রিপুরা (১), উত্তরাখণ্ডে (৫), পশ্চিমবঙ্গ (৩), আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ (১), জম্মু ও কাশ্মীর (১), লাক্ষাদ্বীপ (১) এবং পুদুচেরিতে (১)।

ভোটের সময় কটা থেকে কটা?

শুক্রবার সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হবে, চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। তবে কিছু জায়গায় ভোট শেষ হওয়ার সময় ভিন্ন হতে পারে।

কতজন ভোটার ভোট দেবেন?

নির্বাচন কমিশনের মতে, প্রথম ধাপে ১৬.৬৩ কোটির বেশি ভোটার ভোট দেবেন। ৩৫.৬৭ লক্ষের বেশি ভোটার প্রথম বারের মতো ভোট দেবেন। প্রথম ধাপে পুরুষ ভোটার ৮.৪ কোটি, মহিলা ভোটারের সংখ্যা ৮.২৩ কোটি। এ ছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ১১ হাজারের বেশি।

প্রথম দফায় বাংলার ৩

কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ভোটগ্রহণ প্রথম দফার ভোটে। রাজ্যের এই তিন আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৩৭ জন প্রার্থী। রাজ্যের প্রথম দফায় যে তিন আসনে ভোটগ্রহণ হবে গতবারের লোকসভা নির্বাচনের ফলাফল অনুসারে এগুলোতে জয়লাভ করেছিল বিজেপি। 

সাত দফায় লোকসভা নির্বাচন

এবার সাত দফায় অনুষ্ঠিত হচ্ছে সাধারণ নির্বাচন। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, প্রথম দফার ভোট ১৯ এপ্রিল, দ্বিতীয় দফার ২৬ এপ্রিল, তৃতীয় দফার জন্য ৭ মে, চতুর্থ দফার জন্য ১৩ মে, পঞ্চম দফার জন্য ২০ মে, ষষ্ঠ ধাপে ভোট হবে ২৫ মে, শেষ বা সপ্তম দফার ভোট হবে ১ জুন। ফলাফল ৪ জুন।

Related posts

পর্দা ফাঁস করে চলেছেন একের পর এক অভিযোগকারিণী, সন্দেশখালি কি এখন ব্যুমেরাং হয়েছে বিজেপির?

রাজ্যের প্রায় সব জেলাতেই হতে পারে ঝড়বৃষ্টি, সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া

আজ মনোনয়ন জমা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়