মাধ্যমিক পরীক্ষার ফল কবে বেরোবে, আভাস মধ্যশিক্ষা পর্ষদের

কলকাতা: ২০২৩ সালে মাধ্যমিকের ফলপ্রকাশ হয়েছিল ১৯ মে। সূত্রের খবর, সব ঠিক থাকলে মে মাসের প্রথম সপ্তাহে ফল বেরোতে পারে ২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষার। তবে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানান, “এখনও ফলাফলের দিনক্ষণ ঠিক হয়নি।” 

মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি সোমবার জানান, মাধ্যমিকের ফলপ্রকাশের জন্য যাবতীয় প্রস্তুতি সেরে ফেলেছে পর্ষদ। তবে ঠিক কোনদিন মাধ্যমিকের ফলপ্রকাশ হতে পারে, তা নির্দিষ্ট করে কিছু জানাননি পর্ষদের সভাপতি। তিনি শুধু জানিয়েছেন যে লোকসভা নির্বাচনের জন্য মাধ্যমিকের ফলাফল প্রকাশ করার ক্ষেত্রে কোনও সমস্যা হবে না।

২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ২ ফেব্রুয়ারি থেকে। চলেছিল ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। মধ্যশিক্ষা পর্ষদের নিয়ম অনুযায়ী পরীক্ষার ৯০ দিনের মাথাতেই প্রকাশ করতে হয় মাধ্যমিকের ফলাফল। ১২ মে ৯০ দিনের সেই সময়সীমা শেষ হচ্ছে। মাধ্যমিকের ফলাফল তার আগে বেরোবে নাকি সেটা জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন পর্ষদ সভাপতি।

Related posts

মোদীর হাতে তুলে দেওয়া হল রবীন্দ্রনাথের উলটো ছবি, পাল্টা খোঁচা তৃণমূলের

স্বাভাবিকের থেকে নীচে তাপমাত্রা! রবিতেও বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া

বিজেপি ক্ষমতায় ফিরলে মমতা, স্তালিন, তেজস্বীদের জেলে পাঠাবে, বিস্ফোরক কেজরিওয়াল