‘অগ্নিপথ’ প্রকল্পে সেনায় নিয়োগের আনুষ্ঠানিক ঘোষণা, চার বছরের চাকরির পর মিলবে মোটা অঙ্কের ‘প্যাকেজ’

অগ্নিপথ নিয়োগ প্রকল্প ঘোষণা করলেন রাজনাথ সিং। কেন্দ্রীয় সরকার সেনাবাহিনীতে সংস্কার নিয়ে বড় ধরনের পরিবর্তনের প্রস্তুতি নিয়েছে। এই ধারাবাহিকতার অংশ হিসেবে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং মঙ্গলবার ‘অগ্নিপথ নিয়োগ প্রকল্প’ ঘোষণা করেন। এদিন সেনায় নিয়োগের সেই প্রক্রিয়ার আনুষ্ঠানিক ঘোষণা করলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সঙ্গে ছিলেন তিন বাহিনীর প্রধানরাও। প্রতিরক্ষামন্ত্রী বললেন, ভারতীয় বাহিনীতে নিয়োগ প্রক্রিয়ায় এটি একটি “ঐতিহাসিক সিদ্ধান্ত”। যদিও ‘অগ্নিপথ’ প্রকল্প নিয়ে বিতর্ক দানা বেধেছিল।

রাজনাথ সিং এদিন বলেছেন যে অগ্নিপথ নিয়োগ প্রকল্পের অধীনে চার বছরের জন্য সেনাবাহিনীতে যুবকদের নিয়োগ করা হবে। এর পাশাপাশি চাকরি ছাড়ার সময় তাঁরা সার্ভিস ফান্ড প্যাকেজ পাবেন। এই প্রকল্পের আওতায় সেনাবাহিনীতে যোগদানকারী যুবকদের অগ্নিবীর বলা হবে। ছয় মাসের প্রাথমিক প্রশিক্ষণের পরে, নিয়োগপ্রাপ্ত যুবকরা ‘অগ্নিবীর’ হিসাবে পরিচিত হবে।

আসলে এই প্রক্রিয়ায় প্রতিরক্ষা বাহিনীর তিন বিভাগে চার বছরের চুক্তিভিত্তিক নিয়োগ হবে। একসঙ্গে নিয়োগ করা হবে ৪৫ হাজার তরুণকে, যাদের বয়স ১৭.৫ থেকে ২১ বছরের মধ্যে। চার বছর হওয়ার পর সব বিভাগের ১০০ শতাংশ সেনার চাকরি চলে যাবে। তারপর তাদের মধ‌্য থেকে পূর্ণাঙ্গ সময়ের জন্য ২৫ শতাংশ সেনাকে পুনরায় নিযুক্ত করবে সরকার। যাদের চাকরি থাকবে না, তাদের এককালীন ১১ লক্ষ থেকে ১২ লক্ষ টাকার প্যাকেজ দেওয়া হবে। যুক্তি দেখানো হচ্ছে যে কেউ যদি সেনাবাহিনীতে চার বছর চাকরি করেন, তাহলে তাঁর প্রোফাইল শক্তিশালী হয়ে উঠবে এবং প্রতিটি কোম্পানিই এই ধরনের যুবকদের নিয়োগে আগ্রহ দেখাবে।

আরও পড়ুন :

আগামী দেড় বছরের মধ্যে ১০ লক্ষ চাকরি, টুইট মোদী সরকারের

দক্ষিণবঙ্গে বর্ষার আগমন চলতি সপ্তাহে, পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের

মঙ্গলবার ত্রিপুরায় প্রচার সারবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, করবেন রোড শো, জনসভা

Related posts

মমতা-অভিষেককে গাড়ির ধাক্কায় খুনের হুমকি দিয়ে পোস্টার, জোর চাঞ্চল্য

আজ ঝাড়গ্রাম ও ঘাটালে নির্বাচনী জনসভা, খড়্গপুরে রোড-শো মমতার

রাজ্যপাল সিভি আনন্দ বোসের পদত্যাগের দাবি, রাজভবন ঘেরাও তৃণমূল শিক্ষা সেলের