কলকাতা পুরভোটে অশান্তির অভিযোগে কমিশনে গেল বাম-বিজেপি-কংগ্রেস

কলকাতা : কলকাতা পুরভোটে অশান্তির অভিযোগ জানিয়ে রাজ্য নির্বাচন কমিশনে গেল বাম, বিজেপি ও কংগ্রেস। অশান্তির অভিযোগে দুপুর ১২টা পর্যন্ত ৪০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সিপিএম, কংগ্রেস ও বিজেপি মিলিত ভাবে বিক্ষোভ দেখায়০ উত্তর কলকাতার বড়তলা থানার সামনে। তিন বিরোধী দলের কর্মীরা রাস্তায় বসে তৃণমূলের বিরুদ্ধে স্লোগান দিলেন।

রবিবার সকাল থেকেই কলকাতা পুরসভার ১৪৪টি ওয়ার্ডে শুরু হয়েছে ভোটগ্রহণ। এই নগর নিবার্চনে কলকাতা শহর জুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা করেছে প্রশাসন। রবিবার সকালের দিকে বুথগুলিতে ভোটার ভিড় তেমন না থাকলেও বেলা বাড়তেই ভিড় চোখে পড়ে। কলকাতা পুরভোটে দুপুর ১টা পর্যন্ত ভোট পড়ছে ৩৭.৮৯ শতাংশ।

সকালে প্রিন্সিপ্যাল অ্যাকাউন্টেন্ট জেলারেল অফিসে ভোট দিলেন সস্ত্রীক রাজ্যপাল জগদীপ ধনখড়। দেহরক্ষীকে বাইরে রেখেই ভোট দেন তিনি।

পুরভোটকে কেন্দ্র বিক্ষিপ্ত অভিযোগও এসেছে। শিয়ালদহের টাকি গার্লস স্কুলে কংগ্রেসের এজেন্টকে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। ২০ নম্বর ওয়ার্ডে সিসিটিভি ক্যামেরা কাগজ দিয়ে ঢেকে দেওয়ার অভিযোগ উঠেছে। ১১০ নম্বর ওয়ার্ডের গড়িয়ার ব্রিজি এটি নস্কর হাইস্কুলে সিপিএম এজেন্টকে হুমকির অভিযোগ এসেছে।

Related posts

আন্তর্জাতিক মিউজিয়াম দিবসে কলকাতা জাদুঘর জমজমাট সাধারণ মানুষের ভিড়

‘বেরিয়ে যেতে পারেন’, অধীরকে কড়া কথা শুনিয়ে দিলেন খাড়্গে

কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়ার পথে মর্মান্তিক বাস দুর্ঘটনা, মৃত ২