দাম কমছে করোনার চিকিৎসা সরঞ্জামের, ব্ল্যাক ফাঙ্গাসের ওষুধ জিএসটি মুক্ত

ডেস্ক: জিএসটি কাউন্সিলের ৪৪-তম বৈঠকে এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এই বৈঠকে স্থির হয়েছে, করোনার চিকিৎসায় প্রয়োজনীয় ওষুধ এবং আনুষাঙ্গিক জিনিসের উপর থেকে করের হার কমালো জিএসটি কাউন্সিল৷ পাশাপাশি ব্ল্যাক ফাঙ্গাসের চিকিৎসায় প্রয়োজনীয় ওষুধের উপর জিএসটি পুরোপুরি প্রত্যাহার করে নেওয়া হয়েছে৷


বৈঠকের অর্থমন্ত্রী জানিয়েছেন, করোনার ভ্যাকসিনের উপরে ৫ শতাংশ হারে জিএসটি নেওয়া হবে৷ যদিও করোনা চিকিৎসায় প্রয়োজনীয় হেপারিন, রেমডেসিভিরের মতো ওষুধের ক্ষেত্রে জিএসটি-র হার ১২ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে৷ মেডিক্যাল গ্রেড অক্সিজেন, অক্সিজেন কনসেন্ট্রেটর, ভেন্টিলেটর, বাইপ্যাপ মেশিনের উপরেও জিএসটি-র হার কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে৷ ১২ শতাংশ থেকে জিএসটি-র হার কমিয়ে ৫ শতাংশ করায় সস্তা হচ্ছে ভেন্টিলেটর, পাল্স অক্সিমিটার, মাস্ক, স্যানিটাইজার৷ অ্যাম্বুল্যান্সের উপর জিএসটি-র হার কমিয়ে ২৮ শতাংশ থেকে কমিয়ে ১২ শতাংশ করা হয়েছে৷

আরও পড়ুন: টিএমসিতে মুকুল রায় ফিরতেই ত্রিপুরায় বিজেপি শিবিরে সিঁদূরে মেঘ দেখা দিয়েছে


আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এই নির্দেশিকা কার্যকর থাকবে। মন্ত্রিগোষ্ঠী অগাস্ট পর্যন্ত এই সংশোধিত জিএসটি কার্যকরের প্রস্তাব দিয়েছিল। কিন্তু সময়সীমা আরও একমাস বাড়ানো হচ্ছে।’

Related posts

হাজি নুরুল জেতার পর মমতার প্রথম ভিজিট সন্দেশখালি, ঘোষণা বসিরহাটে

নন্দীগ্রামে প্রচারে গিয়ে ‘ চোর ‘ স্লোগান শুনলেন শুভেন্দু

দেশের ৪৯টি আসনে ভোটের হার ৬০.০৯ শতাংশ, পশ্চিমবঙ্গের সাতটি আসনে ৭৪.৬৫ শতাংশ