‘ছোট ঘটনাকে বড়ো করে দেখানো হয়’, পঞ্চায়েত হিংসা নিয়ে মন্তব্য রাজ্য পুলিশের ডিজি-র

কলকাতা: পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্ব থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় উত্তপ্ত পরিবেশ। পথে নেমেছেন স্বয়ং রাজ্যপাল। তবে মঙ্গলবার রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্যের দাবি “ছোটো ঘটনা। হিংসার ঘটনা কম ঘটছে”।

আগামী ৮ জুলাই রাজ্যে পঞ্চায়েত ভোট। বিরোধী রাজনৈতিক দলগুলির অভিযোগ, শেষ কয়েক দিন ধরে রাজ্যে হিংসার বলি হয়েছেন ১৩ জন। মনোনয়ন পর্ব থেকেই শুরু হয়েছে অশান্তি, বোমাবাজি, গুলিচালনার ঘটনা।

এ দিন তিন রাজ্যের পুলিশ-প্রধান বৈঠকে বসেছিলেন। জানা যায়, ওই বৈঠকে ছিলেন ঝাড়খণ্ডের ডিজি অজয় কে সিংহ, বিহার পুলিশের ডিজি আরএস ভাট্টি। তাঁদের সঙ্গে সমন্বয় বৈঠকের পরে সাংবাদিক বৈঠকে এ রাজ্যের ডিজি-র মন্তব্য, “ছোটো ছোটো ঘটনাকেও যদি মিডিয়া এমন দেখায় যে, বাংলায় এ রকম হচ্ছে, ও রকম হচ্ছে, এটা উচিত নয়”।

তিনি আরও বলেন, “কিছু ঘটনা ঘটতেই পারে। কিন্তু বাংলার অনেক ছোটো ঘটনাকে বড়ো করে দেখানো হয়। আপনার কী সত্যিই মনে হয়, বাংলায় হিংসা হচ্ছে? বাংলায় দু’-তিনটি ঘটনা ঘটেছে, তাতে পুলিশ দ্রুত পদক্ষেপ করেছে”।

তবে বিরোধী-শাসকের সেই গন্ডগোলের আবহে দিন কয়েক আগে দক্ষিণ ২৪ পরগনায় গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, পঞ্চায়েত ভোটে এত শান্তিপূর্ণ মনোনয়ন আগে রাজ্য দেখেনি। এ বার একই কথা শোনা গেল রাজ্য পুলিশের ডিজির মুখে।

Related posts

দেশের ৪৯টি আসনে ভোটের হার ৬০.০৯ শতাংশ, পশ্চিমবঙ্গের সাতটি আসনে ৭৪.৬৫ শতাংশ

বিজেপির বিজ্ঞাপনে হাইকোর্টের অন্তর্বর্তী স্থগিতাদেশ

বিকেল ৫টা পর্যন্ত বাংলার সাত লোকসভা কেন্দ্রে ভোট পড়ল ৭৩ শতাংশ