এসএসসি চাকরি বাতিল মামলায় স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের, বেতন ফেরতেও অন্তবর্তী স্থগিতাদেশ

নয়াদিল্লি: এসএসসি-র চাকরি বাতিল মামলায় সব পক্ষের বক্তব্য শোনার পর ‘সংক্ষিপ্ত নির্দেশ’ দিল সুপ্রিম কোর্ট।

কলকাতা হাইকোর্টের রায়ে ২৫ হাজার ৭৫৩ জনের চাকরি বাতিল হয়। সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য। মঙ্গলবার ওই মামলার শুনানি শেষ। ১০ মিনিট পর ফিরে সংক্ষিপ্ত নির্দেশনামা পড়া শুরু করলেন প্রধান বিচারপতি।

অর্থাৎ, এ দিনের শুনানির পর ২৫ হাজার ৭৫৩ জনের চাকরি আপাতত বহাল রাখার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। আগামী জুলাই মাসে এই মামলার বিস্তারিত শুনানি হতে চলেছে। ১৬ জুলাই এই মামলাটির পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে। এদিন সংক্ষিপ্ত রায় দেয় সুপ্রিম কোর্ট।

২০১৬ সালের এসএসসি নিয়োগ প্রক্রিয়ার প্রায় ২৬ হাজার চাকরি বাতিলের নির্দেশে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট।  আদালত জানাল, এখনই চাকরি বাতিল নয়। টাকা ফেরতের নির্দেশের উপরে অন্তবর্তী স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। মন্ত্রিসভার সদস্যদের বিরুদ্ধে সিবিআই পদক্ষেপ করবে না। নির্দেশ সর্বোচ্চ আদালতের।

এর আগে চাকরিহারাদের তরফে আইনজীবী সওয়ালের সময় প্রধান বিচারপতি বলেন, “সিবিআই যদি নিজেই জানায় ৮ হাজার ৩২৪ বেআইনি নিয়োগ হয়েছে তাহলে গোটা প্যানেল কেন বাতিলের কথা কেন বলছেন? কিছু নিয়োগ নিশ্চিত দুর্নীতির জন্য হয়েছে। পুরো বিষয়টি নিয়ে আমরা বিবেচনা করব। তার আগে আমরা কোনও শর্ত ছাড়া স্থগিতাদেশ দিতে আগ্রহী নয়।”

Related posts

দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝেঁপে বৃষ্টি, জারি কমলা সতর্কতা

প্রধানমন্ত্রীর সভার পরেই খড়গপুরে উদ্ধার লক্ষ লক্ষ টাকা, আটক বিজেপি নেতা!

আজ পঞ্চম দফায় রাজ্যের ৭ কেন্দ্রে ভোটগ্রহণ