শিশিরের আগমন, আপাতত নতুন করে বৃষ্টির সম্ভাবনা নেই রাজ্যে

কলকাতা: কালীপুজোর পর থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আবহাওয়ার ভোল পাল্টাচ্ছে। সকালে মালুম হচ্ছে শীতের শিরশিরানি ভাব। যদিও বেলা গড়ালে উবে যাচ্ছে সেই হিমেল অনুভূতি। কিন্তু রাতের দিকে আবার টের পাওয়া যাচ্ছে ঠান্ডা ঠান্ডা ভাব। তা হলে কি শীত পাকাপাকি ভাবে বঙ্গে প্রবেশ করতে চলেছে কবে থেকে? কী জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর?

২০১২ সালের অক্টোবর মাসে কলকাতায় শেষবার ১৯ ডিগ্রির কোঠায় নেমেছিল তাপমাত্রা। সে বার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৯ ডিগ্রি, ২০১৮ সালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০ ডিগ্রি সেলসিয়াস। ফের একবার চলতি বছর ২০ ডিগ্রি সেলসিয়াসের নীচে নামল কলকাতার পারদ। শনিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৬ ডিগ্রি সেলসিয়াস।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত নতুন করে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই রাজ্যে। তবে আংশিক মেঘলা আকাশ থাকবে।

হাওয়া অফিস জানাচ্ছে, সকালের দিকে শীতের আমেজ বজায় থাকবে। কিছু এলাকায় শিশির বা কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। বেলা বাড়লে আবহাওয়ার কিছুটা পরিবর্তন হবে। তাপমাত্রা বৃদ্ধি পাবে। একই সঙ্গে আবহাওয়াবিদরা বলছেন, এই বছর শীত দীর্ঘস্থায়ী হবে। সে ক্ষেত্রে ফেব্রুয়ারি মাসের শেষ পর্যন্ত থাকতে পারে শীত।

আরও পড়ুন: ডার্বি চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বাগুইআটির যুবকের

Related posts

আজ ঝাড়গ্রাম ও ঘাটালে নির্বাচনী জনসভা, খড়্গপুরে রোড-শো মমতার

রাজ্যপাল সিভি আনন্দ বোসের পদত্যাগের দাবি, রাজভবন ঘেরাও তৃণমূল শিক্ষা সেলের

ফের তাপপ্রবাহের পরিস্থিতি, শুক্রবার কোন কোন জেলায় হাঁসফাঁস অবস্থা