পূর্ব মেদিনীপুরের ২ সমবায় নির্বাচনে বাম-বিজেপিকে হারাল তৃণমূল

নন্দকুমার: পূর্ব মেদিনীপুরের আরও দুই সমবায়ের নির্বাচনে তৃণমূলের কাছে পর্যুদস্ত হল বিরোধীরা। রবিবার নন্দকুমারের শ্যামসুন্দরপুর কৃষি উন্নয়ন সমবায় সমিতি ও পাঁশকুড়ার মঙ্গলদাঁড়ি ইউনাইটেড কৃষি উন্নয়ন সমিতির ডিরেক্টর নির্বাচনে জয়ী হয়েছেন তৃণমূল সমর্থিত প্রার্থীরা।

শ্যামসুন্দরপুর সমবায় সমিতির ১২ টির মধ্যে ১০ টি আসনে জয়লাভ করেছে তৃণমূল। বাকি দু’টিতে জয় পেয়েছে বিজেপি। প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন তৃণমূল, বাম-বিজেপি জোট ও নির্দলের দু’জন-সহ মোট ২৬ জন প্রার্থী। ৯৯০ জন ভোটারের মধ্যে ভোট পড়ে ৯০ শতাংশ।

পাঁশকুড়ায় মঙ্গলধারী ইউনাইটেড সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনেও তৃণমূলের জয়। দ্বিতীয় স্থানে উঠে এসেছে সিপিএম। সমবায়ের মোট আসন ১২ টি। যার মধ্যে ৭টি তৃণমূল, ৪ টি সিপিএম এবং ১টি বিজেপি পেয়েছে। এখানে মোট ৩৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ৭৫০ ভোটারের মধ্যে ভোট পড়ে ৬৯৫ টি।

একই দিনে দুই সমবায়ে জিতে কার্যত উচ্ছ্বসিত তৃণমূল শিবির। আগামী ৪ ডিসেম্বর তমলুকের খারুইয়ে সমবায় নির্বাচন রয়েছে। সেই নির্বাচনেও কী ফলাফল হয় সেদিকেও তাকিয়ে রয়েছে শাসক, বিরোধী উভয় শিবির।

Related posts

ভোট চলাকালীন ঝেঁপে বৃষ্টি, ছাতা মাথায় ভিড় ভোটারদের

দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝেঁপে বৃষ্টি, জারি কমলা সতর্কতা

প্রধানমন্ত্রীর সভার পরেই খড়গপুরে উদ্ধার লক্ষ লক্ষ টাকা, আটক বিজেপি নেতা!