পাকিস্তানে ভয়ানক তুষারপাত, গাড়ির মধ্যেই আটকে নিহত ২১

পাকিস্তানে ঘটে গেল ভয়াবহ তুষারপাত। আর এই ভয়ানক তুষারপাত এর কবলে পড়ে বেঘোরে প্রাণ গেল ২১ জনের।

রাজধানী ইসলামাবাদের কাছে অবস্থিত এক বিখ্যাত পাহাড়ি স্টেশনে প্রবল তুষারপাতের ফলে গাড়িতে আটকে পড়ে মারা গেছেন ১৬ জন পর্যটক।

জানা গিয়েছে ওই পর্যটকরা টানা দু’দিন ধরে গাড়ির মধ্যেই আটকে থেকে মারা যান। শনিবার এই অত্যন্ত বেদনাদায়ক খবরটি প্রকাশ করেছে ইয়েনি শাফাক। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ আহমেদ বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদকদের বলেন, কমপক্ষে এক হাজার গণপরিবহন ওই প্রবল তুষারপাতের কারণে আটকে পড়েছে।

এই কারণে মারি শহরের ভিতরে ও বাইরের সড়কগুলো এখন বন্ধ আছে। ওই শহরটি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ থেকে ৬৫ কি.মি. দূরে অবস্থিত। তিনি বলেন, ১৬ থেকে ১৯ ব্যক্তি এই দুর্ঘটনায় মারা গেছেন।

মারা যাওয়া এসব ব্যক্তির মধ্যে নারীরাও ছিলেন। তারা প্রবল শীত, খাবারের অভাব ও ওষুধের অভাবে মারা গেছেন।পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ আহমেদ বলেন, পাকিস্তানের সেনাবাহিনীকে উদ্ধার অভিযান চালাতে আদেশ দেয়া হয়েছে।

Related posts

মমতা-অভিষেককে গাড়ির ধাক্কায় খুনের হুমকি দিয়ে পোস্টার, জোর চাঞ্চল্য

আজ ঝাড়গ্রাম ও ঘাটালে নির্বাচনী জনসভা, খড়্গপুরে রোড-শো মমতার

রাজ্যপাল সিভি আনন্দ বোসের পদত্যাগের দাবি, রাজভবন ঘেরাও তৃণমূল শিক্ষা সেলের