জ্বালানির অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল ট্রাকমালিক সংগঠনের

আগুন লেগেছে জ্বালানি তেলের দামে, প্রতিবাদে পথে নামছে সংগঠন।

ডেস্ক: প্রতিদিনই নিজের রেকর্ড নিজেই ভেঙে উপরে উঠছে পেট্রোল, ডিজেলের দাম। রাজ্যে লিটার প্রতি ডিজেলের দাম সেঞ্চুরি হাঁকিয়েছে। এমন পরিস্থিতিতে বিপাকে পড়েছে ট্য়াক্সি-সহ বাণিজ্যিক গাড়ির মালিকেরা। জ্বালানির অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে সোমবার পথে নামছে ট্রাকমালিক সংগঠন।

‘ফেডারেশন অব ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটর্স অ্যাসোসিয়েশন’-এর অভিযোগ, ডিজেলের দাম ১০০ টাকা ছাড়িয়ে যাওয়ায় পরিবহণ খরচ প্রায় ৪০ শতাংশ বেড়েছে। একই সঙ্গে জাতীয় সড়কের টোল প্লাজার খরচও অনেক বেড়েছে। ও দিকে গাড়িশিল্পকে চাঙ্গা করতে ১৫ বছরের মধ্যে সব বাণিজ্যিক গাড়ি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সব মিলিয়ে চরম বিপাকে পড়েছে ট্রাকমালিকরা। এরই প্রতিবাদে ১৫, গঙ্গাধরবাবু লেন থেকে মেয়ো রোডে গান্ধী মূর্তির পাদদেশ পর্যন্ত মিছিলের ডাক দিয়েছে সংগঠন।

আরও পড়ুন: টানা ৬ দিন ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, কলকাতায় ১১০ টাকা পার করল পেট্রোল

উল্লেখ্য, সোমবার (১ নভেম্বর) কলকাতায় লিটার প্রতি ডিজেলে ৩৭ পয়সা বেড়ে দাম ঠেকেছে ১০১.৫৬ টাকায়। পাশাপাশি এক লিটার পেট্রোলের দাম এ দিন ১১০.১৫ টাকা, বেড়েছে ৩৬ পয়সা। এই নিয়ে পর পর ছ’দিন বাড়ল দুই জ্বালানি তেলের দাম।

Related posts

মা, স্ত্রী, সন্তান-সহ ৫ জনকে খুন করে উত্তরপ্রদেশে আত্মঘাতী এক ব্যক্তি

সুপ্রিম কোর্টে জামিন পাওয়ার পর আজ কেজরিওয়ালের প্রথম রোড শো, হনুমান মন্দিরে পুজো দিয়ে শুরু ভোটপ্রচার

সোমবার পর্যন্ত চলবে ঝড়বৃষ্টি, তার পর বাড়বে গরম