সোমবার সূচনা নিউ জলপাইগুড়ি-গুয়াহাটি বন্দে ভারত এক্সপ্রেসের

সোমবার দুপুর ১২টায় গুয়াহাটি-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।  বুধবার ৩১ মে থেকে গুয়াহাটি -নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস বাণিজ্যিক পরিষেবা শুরু করবে।

রেলেন তরফে জানানো হয়েছে, পরিষেবা শুরু হওয়ার পর ট্রেনটি নিউ জলপাইগুড়ি ও গুয়াহাটির মাঝে মোট ৫ টি স্টেশনে দাঁড়াবে। সেগুলি হল নিউ কোচবিহার, নিউ আলিপুরদুয়ার, কোকরাঝাড়, বনগাইগাওঁ এবং কামাখ্যা।

সকাল ৬ টা ১০ মিনিটে নিউ জলপাইগুড়ি থেকে এই ট্রেন ছেড়ে ১১টা ৪০ মিনিটে গুয়াহাটি পৌঁছাবে। এর পর বিকেল ৪টে ৩০ মিনিটে গুয়াহাটি থেকে তা ফের রওনা দেবে এবং রাত ১০টা নাগাদ নিউ জলপাইগুড়িতে পৌঁছবে।

প্রসঙ্গত, এটি অসমের প্রথম বন্দে ভারত এক্সপ্রেস হতে চলেছে। সেখানে পশ্চিমবঙ্গের তৃতীয় বন্দে ভারত এক্সপ্রেস হবে। ইতিমধ্যে হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারতের উদ্বোধন পশ্চিমবঙ্গ থেকে হওয়ায় এবার অসম থেকেই সেমি হাইস্পিড ট্রেনের উদ্বোধন করা হবে।

Related posts

মমতা-অভিষেককে গাড়ির ধাক্কায় খুনের হুমকি দিয়ে পোস্টার, জোর চাঞ্চল্য

আজ ঝাড়গ্রাম ও ঘাটালে নির্বাচনী জনসভা, খড়্গপুরে রোড-শো মমতার

রাজ্যপাল সিভি আনন্দ বোসের পদত্যাগের দাবি, রাজভবন ঘেরাও তৃণমূল শিক্ষা সেলের