প্রয়াত বাচিকশিল্পী পার্থ ঘোষ

কলকাতা: প্রয়াত বাচিকশিল্পী পার্থ ঘোষ। বেশ কিছু দিন ধরেন অসুস্থ ছিলেন। গলায় অস্ত্রোপচারও হয়েছিল। হাওড়ার এক বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। শনিবার ভোরে তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর।

কিছু আগেই তাঁর স্ত্রী বাচিকশিল্পী গৌরী ঘোষের প্রয়াণ হয়। এক সময় দু’জনের শ্রুতি নাটক ‘কর্ণ-কুন্তী সংবাদ’ জনপ্রিয়তা অর্জন করেছিল। গৌরী থাকতেন কুন্তীর ভূমিকায় এবং কর্ণের ভূমিকায় থাকতেন পার্থ।

এ ছাড়া রবীন্দ্রনাথের ‘শেষ বসন্ত’ পার্থ কণ্ঠে জনপ্রিয়তা অর্জন করেছিল। ই সঙ্গে জনপ্রিয় হয় রবীন্দ্রনাথেরই ‘দেবতার গ্রাস’, ‘বিদায়।’ এ ছাড়া গৌরীর সঙ্গে বেশ কিছু শ্রুতিনাটক ‘প্রেম’, ‘জীবন বৃত্ত’, ‘স্বর্গ থেকে নীল পাখি’ স্মরণে রাখার মতো।
রেডিওর উপস্থাপক হিসাবে দু’জনে পেশাগত জীবন শুরু করেন। দীর্ঘদিন তাঁরা আকাশবাণীর সঙ্গে যুক্ত ছিলেন।

Related posts

‘বেরিয়ে যেতে পারেন’, অধীরকে কড়া কথা শুনিয়ে দিলেন খাড়্গে

কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়ার পথে মর্মান্তিক বাস দুর্ঘটনা, মৃত ২

তাপপ্রবাহের মতো পরিস্থিতির মধ্যেই বৃষ্টির সম্ভাবনা জেলায় জেলায়