স্বাগত ২০২৪! নতুন আশা, নতুন সম্ভাবনা নিয়েই পথচলা শুরু নতুন বছরের

বিদায় ২০২৩। স্বাগত ২০২৪। ছবি: রাজীব বসু

শেষ হয়ে গেল ঘটনাবহুল ২০২৩। নতুন আশা আর নতুন সম্ভাবনাকে সঙ্গী করেই পথচলা শুরু হল আরেকটি নতুন বছর, ২০২৪-এর। বিগত বছরের ভুলত্রুটি শুধরে নিয়ে নতুন ভাবে উদ্দীপিত ও জাগ্রত হওয়ার মোক্ষম সুযোগ!

রেশ রয়ে গেল বহু ঘটনার। ছবি: হর্ষিত বন্দ্যোপাধ্যায়

বিভিন্ন কারণে ২০২৩ হয়ে রইল মানব সভ্যতার ইতিহাসে এক মাইলফলক। ব্যক্তিগত ক্ষেত্র রয়েছেই, জাতীয় ও আন্তর্জাতিক স্তরেও নানা চ্যালেঞ্জ ও উত্থান-পতনের মধ্য দিয়ে ফুরিয়ে গেল বছরটি। তবে রেশ রয়ে গেল বহু ঘটনার। সাফল্য-ব্যর্থতার মিশ্র অনুভূতি নিয়ে এখন শুধুই এগিয়ে যাওয়ার পালা।

এখন শুধুই এগিয়ে যাওয়ার পালা। ছবি: রাজীব বসু

নতুন আশা আর সম্ভাবনাকে সঙ্গী করেই এগিয়ে চলুক ২০২৪। বিশ্ববাসীর মনে নতুন আশার সঞ্চার করে এবং নব উদ্যমে সুন্দর হয়ে উঠুক আগামীর পথচলা। তবে, নতুন বছরটিকে শান্তি-সমৃদ্ধিময় ও তাৎপর্যপূর্ণ করে তোলার দায়িত্ব আমাদের সকলের। প্রত্যাশা আর প্রাপ্তির হিসেব কষতে হাতে রইল পুরো একটা বছর।

Related posts

হাজি নুরুল জেতার পর মমতার প্রথম ভিজিট সন্দেশখালি, ঘোষণা বসিরহাটে

নন্দীগ্রামে প্রচারে গিয়ে ‘ চোর ‘ স্লোগান শুনলেন শুভেন্দু

দেশের ৪৯টি আসনে ভোটের হার ৬০.০৯ শতাংশ, পশ্চিমবঙ্গের সাতটি আসনে ৭৪.৬৫ শতাংশ